‘আমি এই পরিবারের সকলের ভালবাসা থেকে বঞ্চিত এক সন্তান’, কেন এমন বললেন জাহ্নবী?

Last Updated:
#মুম্বই: চলছিল ‘কফি উইথ করণ ৬’-এর একটি পর্ব ৷ তখন হট সিটে বসেছেন ভাই-বোন ৷ অর্জুন কাপুর এবং জাহ্নবী কাপুর ৷ তার মধ্যে জাহ্নবীর গলায় শোনা গেল মন খারাপের সুর ৷ দুঃখ পেয়ে এমন একটি কথা বলে ফেললেন তিনি, যে পরিবেশ নিমেষে ভারাক্রান্ত! কিন্তু কী এমন হল যে, বনি-শ্রীদেবীর আদরের লাডলি জাহ্নবীকে এমন কতা বলতে হল ৷
গত রবিবার কফি হাতে করণ জোহরের সঙ্গে আড্ডায় মেতেছিলেন ‘ধড়ক’-এর নায়িকা ৷ সেখানে একের পর এক বাঁকা প্রশ্নের মারকাটারি উত্তর দিয়েছেন জাহ্নবী ৷ এমনকি র‍্যাপিড ফায়ার রাউন্ডেও অর্জুনকে হারিয়ে দেন তিনি ৷ কিন্তু শেষ পর্যন্ত দু’জনের একটি যৌথ খেলায় হেরে যান ৷
খেলার নিয়মে বলা হয়েছিল, যে কোনও একজন পরিবারের মানুষকে ফোন করতে হবে ৷ ফোনের ও প্রান্তে যিনি থাকবেন, তাঁকে বলতে হবে, ‘হাই করণ, হোয়াটসঅ্যাপ?’ জাহ্নবী এরপরেই ফোন করেন, দিদি আংশুলা কাপুরকে ৷ বারবার তাঁকে অনুরোধ করেন, ‘হাই করণ, হোয়াটসঅ্যাপ?’ কথাটি বলতে ৷ অন্যদিকে অর্জুন বোনকে এই কথা বলতে নিষেধ করেন ৷ এমনকি তিনি বলেন, এই কথা অংশুলা বললে আর বাড়িই ফিরবেন না তিনি ৷ ফলে জাহ্নবীর বারবার অনুরোধ সত্ত্বেও চুপ করে থাকেন অংশুলা ৷ অন্যদিকে, খেলার নিয়ম মতো বাবা বনি কাপুরকে ফোন করেন অর্জুন ৷ জাহ্নবী বাধা দেওয়ার আগেই বনি বলে বসেন, ‘হাই করণ, হোয়াটসঅ্যাপ?’ এখানেই গেম জিতে যান অর্জুন ৷
advertisement
advertisement
advertisement
কিন্তু জাহ্নবী প্রায় কাঁদো কাঁদো মুখ করে বলেন, ‘‘আমার মনে হচ্ছে, আমিই সেই সন্তান যে এই পরিবারের সকলের ভালবাসা থেকে বঞ্চিত ৷’’ জাহ্নবীর এই দুঃখ দেখে অবশ্য দর্শকরা তাঁকেই বেশি সমর্থন করে বসেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমি এই পরিবারের সকলের ভালবাসা থেকে বঞ্চিত এক সন্তান’, কেন এমন বললেন জাহ্নবী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement