‘আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না...’, করোনা ভাইরাস নিয়ে ট্যুইট লতা মঙ্গেশকরের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ট্যুইট করে আজ, মঙ্গলবার তিনি বলেছেন, করোনা ভাইরাস আতঙ্ক সত্যি খুব চিন্তার বিষয় ৷ কিন্তু এ নিয়ে অতিরিক্ত আতঙ্ক সৃষ্টি করা বা গুজব ছড়ানোটা ঠিক নয় ৷
#মুম্বই: করোনা-আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এই মারণ-ভাইরাসের কোনও প্রতিষেধকও আপাতত নেই। এই সময় ভাইরাস থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করা ছাড়া আর অন্য কোনও পথ চিকিৎসকদের সামনে খোলা নেই।
করোনা ভাইরাস শরীরে ঢোকার পর উপসর্গ নাও দেখা দিতে পারে। দু থেকে তিন সপ্তাহের মধ্যে করোনার উপস্থিতি টের পাওয়া যায়। এইসময়ই করোনা ভাইরাস সবথেকে বেশি ছড়িয়ে পড়তে পারে। তাই এই সময়ে যদি আক্রান্তকে বাড়িতে পর্যবেক্ষণে রেখে পরীক্ষা করা যায়, তাহলে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া আটকানো যাবে। তাই এই সময়টিই সবচেয়ে বেশি সতর্কতা নিতে হবে।
advertisement
We as responsible citizens need to maintain proper hygiene and cleanliness, those with cough and cold should maintain a social distance to avoid further spread. Follow the guidelines given by health agencies. Stay safe and healthy! God bless
— Lata Mangeshkar (@mangeshkarlata) March 17, 2020
advertisement
advertisement
করোনা নিয়ে আতঙ্কিত হতে এবং মিথ্যা খবর ছড়াতেও বারণ করছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ তিনি ট্যুইট করে আজ, মঙ্গলবার বলেছেন, করোনা ভাইরাস আতঙ্ক সত্যি খুব চিন্তার বিষয় ৷ কিন্তু এ নিয়ে অতিরিক্ত আতঙ্ক সৃষ্টি করা বা গুজব ছড়ানোটা ঠিক নয় ৷ সচেতন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হল সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ৷ সর্দি-কাশি-জ্বর হলে নিজেরাই আরও সচেতন হওয়া ৷ বাইরে খুব বেশি না বেরনো ৷ এবং সব গাইডলাইনগুলি মেনে চলা ৷ সবাই সুরক্ষিত থাকুন এবং সুস্থ থাকুন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2020 3:08 PM IST