#মুম্বই: সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের মৃত্যু কোভিডে হয়েছে কী না, তা এখনও স্পষ্ট নয় ৷ তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওয়াজিদ খানের ৷ মুম্বইয়ের সুরানা সেঠিয়া হাসপাতালের সমস্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের এতদিনের লড়াইয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন দাদা সাজিদ খান ৷
View this post on Instagram
ইনস্টাগ্রাম হ্যান্ডলে সাজিদ খান শেয়ার করেছেন ভাইয়ের ছবি-সহ একটা লেখা ৷ সেখানে তিনি জানিয়েছেন, ‘‘ আমাদের প্রিয় ওয়াজিদ গত ১ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ সুরানা শেঠিয়া হাসপাতালে রাত সাড়ে ১২টা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল ৪৭ বছর ৷ গত বছরই ওর কিডনি ট্রান্সপ্ল্যান্টের সফল অস্ত্রোপচার হয়েছিল ৷ গলায় সংক্রমণের চিকিৎসা চলছিল ওয়াজিদের ৷ ডা. প্রিন্স সুরানা এবং তাঁর পরিবারকে অনেক অনেক ধন্যবাদ যেভাবে ভাইয়ের মতো ওয়াজিদের খেয়াল রেখেছিলেন তিনি ৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Wajid Khan