Vivek Oberoi: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিবেক ওবেরয়? নাম বিভ্রাটের জেরে বিপাকে বলিউড অভিনেতা

Last Updated:

বিড়ম্বনায় পড়লেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। খবর চাউর হয়ে গেল, বিবেক ওবেরয় নাকি হাসপাতালে ভর্তি।

#মুম্বই: শনিবার সকালে প্রয়াত হন জনপ্রিয় তামিল অভিনেতা ও কমেডিয়ান বিবেক (Vivekh)। আর তার জন্য বিড়ম্বনায় পড়লেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। খবর চাউর হয়ে গেল, বিবেক ওবেরয় নাকি হাসপাতালে ভর্তি। তবে আসল সত্যতা নিজেই ভক্তদের সামনে তুলে ধরলেন বলিউড অভিনেতা। জানালেন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
বিবেক টুইট করেন, একটি ভুয়ো খবর ঘুরছে যেখানে বলা হয়েছে যে আমি নাকি অসুস্থ হয়ে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি। আমি এই মুহূর্তে মুম্বইতে আমার পরিবারের সঙ্গে রয়েছি এবং সুস্থ আছি। কিন্তু তামিল চলচ্চিত্র জগতের অভিনেতা বিবেকের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। ওর পরিবারকে আমার সমবেদনা জানাই।
advertisement
advertisement
শনিবার সকালে তামিল অভিনেতা বিবেকের মৃত্যুর পরই বলিউডের বিবেককে নিয়ে ভুয়ো খবর ছড়ায়। এক নাম হওয়ায় খবর চাউর হয় যে তিনি হাসপাতালে ভর্তি। তবে এই খবর যে ভুয়ো এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, তা জানতে পেরে স্বস্তি পেয়েছেন বিবেক ওবেরয়ের ভক্তরা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তামিল অভিনেতা বিবেকের মৃত্যুতেও শোক প্রকাশ করেছেন।
advertisement
প্রসঙ্গত, তামিল অভিনেতা বিবেকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছিল। সকাল ১১টা নাগাদ জ্ঞান হারান তিনি। পর পর তাঁর করোনারি অ্যাঞ্জিওগ্রাম ও অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়। মেডিক্যাল বুলেটিনেই জানিয়ে দেওয়া হয় তাঁর পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। শনিবার ভোর ৪.৩৫-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
advertisement
গত বৃহস্পতিবারই করোনাভাইরাসের (Coronavirus Vaccine) টিকার প্রথম ডোজ নিয়েছিলেন অভিনেতা। তামিলনাড়ুর স্বাস্থ্যসচিবের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানেই টিকা নেওয়ার ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর কাজে নিজেই টিকা নিয়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বিবেকের অ্যাকিউট করোনারি সিনড্রোম এবং কার্ডিওজেনিক শক ছিল। হার্টের ভেসেলে ১০০ শতাংশ ব্লক পেয়েছেন চিকিৎসকেরা। এর সঙ্গে করোনার টিকার কোনও যোগ নেই বলেই জানানো হয়েছে। আচমকা প্রিয় অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিনেমাজগতের অনেকেই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vivek Oberoi: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিবেক ওবেরয়? নাম বিভ্রাটের জেরে বিপাকে বলিউড অভিনেতা
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement