corona virus btn
corona virus btn
Loading

'আমাদের হাসি নকল হতে পারে, আমরা নকল নই', অনুষ্কাকে সঙ্গে নিয়ে পোস্ট বিরাটের

'আমাদের হাসি নকল হতে পারে, আমরা নকল নই', অনুষ্কাকে সঙ্গে নিয়ে পোস্ট বিরাটের

virat kohli twitter post during lockdown rm

  • Share this:

#মুম্বই: 'আমাদের হাসি নকল হতে পারে, আমরা নকল নই!'... লকডাউনে স্ত্রী অনুষ্কার সঙ্গে মিষ্টি পোস্ট বিরাট কোহলির! ট্যুইটারে দুটো ছবি শেয়ার করেছেন ভারতীয় অধিনায়ক। ছবিতে বিরাট-অনুষ্কা, দুজনের মুখেই নকল হাসি! আর এই সরল ফোটোশেসনের মধ্যে দিয়েই গভীর এক বাস্তব তুলে ধরলেন বিরাট! এই কঠিন সময়ে আমরা সকলেই জোর করে হাসতে চেষ্টা করছি, জোর করে মুখে ফুটে উঠছে নকল হাসিও! কিন্তু হাসিটা নকল হলেও মানুষগুলো তো আর নকল নয়! ঝড়ের ঝাপটা কাটিয়ে উঠে মানুষ আবার তাঁর স্বাভাবিক ছন্দে ফিরে আসবেন! অন্ধকার রাতের পর ঠিক সূর্যোদয় হবে!

বিরাট-অনুষ্কা বরবারই এমন কথা বলেন, যা অনুপ্রেরণা জোগায়, মনকে ভিতর থেকে একটা শক্তি দেয়! সম্প্রতি অনুষ্কা শোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন,' ব্যস্ততার কারণে বা অজুহাতে আমরা জীবন থেকে অনেক কিছুই ছেঁটেই ফেলেছিলাম। এই পরিস্থিতি জোর করে আমাদের সেই জিনিসগুলো মনে করিয়ে দিল। কেন জানি না মনে হচ্ছে, এটার প্রয়োজন ছিল আমাদের সকলের। এই শিক্ষা সারা জীবনের,’’

Published by: Rukmini Mazumder
First published: April 2, 2020, 4:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर