#মুম্বই: সারা দেশে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউনে ঘরে বন্দি রয়েছেন বলি থেকে টলির সেলেবরা। তাঁদের মধ্যে কেউ করছেন বাড়ির কাজ। বাড়ির কাজ মানে সে একেবারে যা তা কাণ্ড ! বাসন মাজা থেকে, ঘর ঝাঁট সব কিছুই করতে হচ্ছে সেলেবদের।
কিন্তু এই লকডাউনে জেনেলিয়া যা করলেন, তা বোধহয় কেউ করেননি। বাড়িতে জমে থাকা সব বাসন বের করে আনলেন। তারপর রিতেশ দেশমুখকে দিয়ে সব বাসন মাজালেন। হাতে বেলনচাকি ধরে ভয়ও দেখালেন। না মাজলেই মারবেন রিতেশকে। একটি ভিডিও আজ রিতেশ তাঁর ইনস্টাতে শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে এই কাণ্ড। যদিও টিকটকের জন্যই বানিয়েছেন ভিডিওটি। রিতেশ গাইছেন, মকা মিলেগা তো হাম বাতা দেঙ্গে। ভিডিওটি মজার হলেও এভাবেই দিন কাটছে রিতেশের। মনে ভাবছেন কবে যে লকডাউন উঠবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Riteish Deshmukh