#মুম্বই: রণবীর সিং সব সময় তাঁর ছটফটে চরিত্রের জন্য ফেমাস। তিনি যেখানে সেখানে মেতে ওঠেন তাঁর ফ্যানেদের সঙ্গে। কখনও রাস্তায় নেচেও ফেলেন। বলিউডে চুড়ান্ত সাফল্য পাওয়ার পরও তিনি কিন্তু একেবারেই মাটির মানুষ।
সম্প্রতি তিনি গিয়েছিলেন তাঁর প্রিয় ক্রিকেটার কপিল দেবের সঙ্গে দেখা করতে। দিল্লি এয়ারপোর্টে নেমে তিনি যা করলেন তা শুধু রণবীর সিং-ই পারেন। তাঁর একদল ফ্যান এবারপোর্টে ঘিরে ধরেন তাঁকে। রণবীর তাঁদেরকে সঙ্গে নিয়ে একটু নিরিবিলিতে যান। তারপর সবার সঙ্গে আলাদা করে সেলফি তোলেন। যেখানে অন্য সব বলিউড সেলেবরাই এই ধরণের ফ্যানেদের ভিড়কে পাত্তা না দিয়েই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তবে রণবীর যে তাঁদের সবার থেকে আলাদা তা তিনি আগেও বুঝিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Ranbir Singh, Video