#মুম্বই: শুরু হয়ে গিয়েছে 'দাবাং থ্রি'-এর শ্যুটিং। সলমন খান এই ছবির চুলবুল পাণ্ডে। সলমান খান দাবাং-এর আগের সিরিজ গুলোতে পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের চরিত্রে অভিনয় করেছেন। 'দাবাং থ্রি'-তেও দেখা তাঁকে দেখা যাবে ওই একই চরিত্রে অভিনয় করতে। প্রভু দেবা এই ছবির পরিচালক। তারমানে ছবি জমে যাবে তা এখন থেকেই বোঝা যাচ্ছে।
ছবি শ্যুটিং শুরু হবে ইন্দোর থেকে। আরবাজ খান ও সলমন খান দুই ভাই-ই থাকছেন এই ছবিতে। ছবি শ্যুটিং-এর জন্য ইন্দোরে নেমেই তাঁর ফ্যানেদেরকে ছবির কথা জানালেন সলমন ও আরবাজ। তাঁরা কোথায় কোথায় যাবেন তাও জানালেন। তবে শ্যুটিং শুরুর পরের দিনই দুই ভাই সাইকেল চালিয়ে বেরিয়ে গেলেন শ্যুটিং ফ্লোর থেকে। আরবাজের সঙ্গে সলমন ও চলে গেলেন। কিন্তু কেন? তার কোনও কারণ জানা যায়নি। তবে দেখে যা মনে হচ্ছে নেহাত মজা করতেই এসব করছেন তাঁরা।---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood story, Dabangg 3, Salman Khan