#মুম্বই: অমিতাভ বচ্চন রাসভারী কিন্তু মজার মানুষ। তিনি তাঁর কো-স্টারদের সঙ্গে সব সময় খুব সহজভাবে মিশে যান। সে সিনেমার শ্যুটিং হোক বা অ্যাডের শ্যুটিং। এই যেমন এখন একটি অ্যাডে তিনি কাজ করছেন টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর সঙ্গে।
শ্যুটিং চলার সময় হঠাৎ অমিতাভ ওড়না ধরে টেনে কোথাও একটা নিয়ে যাচ্ছেন দিব্যাঙ্কাকে। অভিনেত্রীও হাসতে হাসতে কিছু না বলেই চলেছেন বিগবির সঙ্গে। বিগবি যখন মজা করেন তখন তাঁর ফ্যান তো হতেই হয়। এই ভিডিও দিব্যাঙ্কা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন। ভিডিও শেয়ার হতেই তা ভাইরাল হয়ে পড়ে। তবে নেটিজেনরা এই ভিডিও দেখে বিগবির প্রশংসায় মুখর হয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।