#মুম্বাই: সইফ আলি খান ভালবেসে বিয়ে করেছিলেন নিজের থেকে বয়সে দশ বছরের বড় অমৃতা সিংকে। তারপর তাঁদের দুই ছেলে মেয়ে ডিভোর্স কত কিছুই না হয়েছে জীবনে। সইফ ফের করিনা কাপুরকে বিয়ে করেছেন। তাঁদের ছেলে তৈমুরকে নিয়ে সুখে করছেন সংসার। সারা আলি খান সইফ অমৃতার মেয়ে। তিনিও অভিনয় জগতে নাম লিখিয়েছেন। তাঁকে দর্শক পছন্দও করেছেন। ছিপছিপে সুন্দরী সারাকে পছন্দ না করে উপাইবা কি !
তবে সারা কিন্তু এমন ছিপছিপে ছিলেন না। ১০০ কেজির কাছাকাছি তাঁর ওজন ছিল। সেই ওজন কমিয়ে ছিপছিপে হতে অনেক কাল ঘাম ছুটেছে সারার। তবে সারা একা নন বলিউডের অর্জুন কাপুর, করিনা কাপুর, জারিন খান এরা সকলেই এক সময়ে বেশ মোটা ছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে মিষ্টি সারা বাবা ও ভাইয়ের সঙ্গে গিয়েছেন একটি অনুষ্ঠানে। সেখানে মিষ্টি সারাকে দেখে ফ্যানেরা প্রশংসা শুরু করেছেন।
View this post on Instagram#SaifAliKhan #ibrahimalikhan and #SaraAliKhan with braces #throwback . #viralbhayani @viralbhayani
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Saif Ali khan, Sara Ali Khan, Viral Picture