চরিত্র ভাল হলে বলিউডের একচোখোমিতেও আপত্তি নেই বিদ্যা বালনের! স্মৃতিচারণায় ‘শেরনি’

Last Updated:

তিনি বলিউডের “নায়ক” বিদ্যা বালন (Vidya Balan)। তবু লিঙ্গ বৈষম্যের ছায়া থেকে নিস্তার পাননি তিনিও । তাঁর সাম্প্রতিক ছবি শেরনিতেও (Sherni) একই সমস্যা তুলে ধরা হয়েছে।

#মুম্বই: তাঁর চেহারা নিয়ে বা উল্টোপাল্টা পোশাক নির্বাচন নিয়ে নানা লোকে নানা কথা বলে। তবে পর্দায় যখন সবাই তাঁর অভিনয় দেখেন তখন অতি বড় শত্রুও মুখ খোলার সুযোগ পায়না। কারণ তিনি বলিউডের “নায়ক” বিদ্যা বালন (Vidya Balan)। তাবড় নায়কদের বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ছবি বিদ্যা একাই নিজের কাঁধে করে সফলভাবে টেনে নিয়ে গিয়েছেন। তাঁর নিখুঁত অভিনয় দেখে স্পষ্ট বোঝা যায় যে মনের মতো চরিত্র পেলে জান লড়িয়ে দিতে রাজি থাকেন তিনি।
লিঙ্গ বৈষম্য আমাদের দেশের একটি প্রাচীন ও বড় সমস্যা। তার ছায়া থেকে বাদ পড়েনি বলিউডও। আজও এই ইন্ডাস্ট্রিতে নায়িকার পারিশ্রমিক অনেকটাই কম। আজও ভাল চরিত্রের সিংহভাগ নায়কদের কথা ভেবে লেখা হয়। বিদ্যা যে এ গুলো জানেন না তা নয়। তাঁর সাম্প্রতিক ছবি শেরনিতেও (Sherni) একই সমস্যা তুলে ধরা হয়েছে। যেখানে ফরেস্ট অফিসার বিদ্যাকে ঘরে বাইরে দুই জায়গাতেই লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হতে হয়। তবে লিঙ্গ বৈষম্য মানেই যে শুধু পুরুষদের থেকে পিছিয়ে পড়া তা নয়। অন্তত বিদ্যা সেটা মনে করেন না। তিনি মনে করেন যে সমাজের সব স্তরে লিঙ্গ বৈষম্য আছে। আর মাঝে মাঝে শুধু মহিলাদের মধ্যেও সেটা করা হয়ে থাকে। বিদ্যা বলেন যে লিঙ্গ বৈষম্য পিতৃতান্ত্রিক সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। তাই এর থেকে পুরোপুরি বেরিয়ে আসা কোনও ভাবেই সম্ভব নয়। অনেকে সময় মহিলারাই মহিলাদের সঙ্গে বৈষম্য করেন। এর থেকেই প্রমাণিত হয় যে এই ধারণা আমাদের মনের মধ্যে আমূল প্রোথিত হয়েছে।
advertisement
বিদ্যাকেও এর মুখোমুখি হতে হয়েছে অনেকবার। তিনি মাঝেমধ্যে এর জন্য বিরক্তও হয়েছেন। তবে এটাও মেনে নিয়েছেন যে আগের চেয়ে লিঙ্গ বৈষম্য এখন অনেকটাই কম আমাদের দেশে। বিদ্যা বুঝতে পারেন যে শিক্ষাগত দুর্বলতা বা শিক্ষার অভাবের জন্য অনেকে বুঝতেই পারেন না যে তাঁরা ভুল করছেন।
advertisement
বিদ্যার মনে পড়ে যায় যে তিনি যখন বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন সেই গোড়ার দিকের কথা। তাঁকে বলা হত নায়কের ডেট অনুযায়ী নিজের ডেট মানিয়ে নিতে। তবে তাঁর চরিত্র যদি নায়কের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ হয়ে হয় এতে কোনও আপত্তি ছিল না তাঁর।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চরিত্র ভাল হলে বলিউডের একচোখোমিতেও আপত্তি নেই বিদ্যা বালনের! স্মৃতিচারণায় ‘শেরনি’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement