Home /News /entertainment /

Aamir Khan Kiran Rao Viral Video: বিয়ে ভেঙেছে, সঙ্গ নয়! লাদাখে আমির খান ও কিরণ রাওয়ের নাচের ভিডিও ভাইরাল

Aamir Khan Kiran Rao Viral Video: বিয়ে ভেঙেছে, সঙ্গ নয়! লাদাখে আমির খান ও কিরণ রাওয়ের নাচের ভিডিও ভাইরাল

লাদাখে আমির ও কিরণ।

লাদাখে আমির ও কিরণ।

সেখানেই একসঙ্গে আমির-কিরণের নাচের ভিডিও (Aamir Khan Kiran Rao Viral Video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 • Share this:

  #নয়াদিল্লি: কয়েকদিন আগেই ১৫ বছরের দাম্পত্যজীবন ভেঙে বেরিয়ে এসেছেন আমির খান (Aamir Khan) ও কিরণ রাও (Kiran Rao)। সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে তারকা জুটি জানিয়েছেন, বিয়ের বাঁধনে আর থাকতে চান না তাঁরা। তবে সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে দু'জনে একসঙ্গে থেকেই সেই দায়িত্ব পালন করতে চান। এবং দাম্পত্যে না থাকলেও, সম্পর্কে, সঙ্গে রয়েছেন আমির ও কিরণ। সম্প্রতি সেই ছবিই ধরা পড়েছে লাদাখে। আমিরের পরের ছবি 'লাল সিং চাড্ডা'-র শ্যুটিং করতে লাদাখে গিয়েছেন তাঁরা। আর সেখানেই একসঙ্গে আমির-কিরণের নাচের ভিডিও (Aamir Khan Kiran Rao Viral Video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

  আমিরের এই ছবি 'লাল সিং চাড্ডা'-র প্রযোজনা করছে তারই সংস্থা আমির খান প্রোডাকশনস। সেখানে আমিরের সঙ্গী কিরণ রাও। ফলে ছবির শ্যুটিংয়ের ক্ষেত্রেও একসঙ্গেই কাজ করছেন তাঁরা। লাদাখি পোশাক পরে সেখানকার স্থানীয় গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছে আমির ও কিরণকে। আর সেই ভিডিও আমির খানের ফ্যানক্লাবের তরফে পোস্ট করা হতেই নজর কেড়েছে তাঁদের ভক্তদের। লাদাখের ওয়াখা গ্রামে সম্প্রতি ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং শেষ হয়েছে। তার পরেই এভাবে সেলিব্রেট করেছে গোটা ইউনিট।

  মঙ্গলবারই আমির খান প্রোডাকশনসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ছবির শ্যুটিং ইউনিটের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। প্রোডাকশন টিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, শ্যুটিং স্পটে ভাঙচুর ও থুথু ফেলার। বিবৃতি দিয়ে সংস্থা জানিয়েছে, 'আমাদের বিশ্বাস শ্যুটিং লোকেশন নোংরা করা নিয়ে কিছু গুজব ছড়িয়েছে। এমন দাবি আমরা কঠোরভাবে বিরোধিতা করছি। এই লোকেশন যে কোনও সময় দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এসে যাচাই করতে পারেন।'

  গত সপ্তাহেও লাদাখে ছবির শ্যুটিংয়ের ছবি শেয়ার করেছিল আমির খান প্রোডাকশনস। আমির খান, কিরণ রাওয়ের সঙ্গে ছবির আরেক অভিনেতা নাগা চৈতন্যকেও দেখা গিয়েছিল সেই ছবিতে। 'ফরেস্ট গাম্প' ছবির হিন্দি রিমেক হতে চলেছে 'লাল সিং চাড্ডা'। এই ছবিতে আমিরের সঙ্গে দেখা যাবে করিনা কাপুর খানকে।

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Aamir Khan, Aamir khan divorce, Aamir khan kiran rao

  পরবর্তী খবর