স্ত্রীর শরীরে মিলে গিয়েছে শরীর, একই পোশাকে 'বন্দি' বরুণ-নাতাশা, নবদম্পতির ঘনিষ্ঠ মুহূর্ত Viral...
- Published by:Shubhagata Dey
Last Updated:
চাঁদের রাত কত মধুর হল প্রহর ঢলে পড়ার সঙ্গে সঙ্গে, সে কথা শুধু নিজেদের চাদরের ভাঁজেই গোপন রেখেছিলেন বলিউডের এই নববিবাহিত জুটি!
#মুম্বই: সত্যি বলতে কী, রীতিমতো কথা শুরু হয়ে গিয়েছিল বলিউডের অন্দরমহলে। ২৪ জানুয়ারি বিয়ে হয়েছিল নাতাশা দালাল (Natasha Dalal) আর বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। তার পর থেকে আর টুঁ শব্দটা করতে শোনা যাচ্ছে না দম্পতিকে। নতুন বিয়ে হলে সাধারণত দম্পতিকে এখানে-ওখানে একসঙ্গে দেখাই যায়। ফলে, বলিউডও মুখিয়ে ছিল নাতাশা আর বরুণকে একসঙ্গে দেখবে বলে! করোনার জন্য পাবলিক প্লেসে না হোক, নিদেনপক্ষে সোশ্যাল মিডিয়ায়! কিন্তু কোথায় কী! চাঁদের রাত কত মধুর হল প্রহর ঢলে পড়ার সঙ্গে সঙ্গে, সে কথা শুধু নিজেদের চাদরের ভাঁজেই গোপন রেখেছিলেন বলিউডের এই নববিবাহিত জুটি!
আর এবার সেই চাদরের ভাঁজেই দেখা দিলেন তাঁরা সবার চোখের সামনে। সোশ্যাল মিডিয়ায় অবশ্যই! আরও একটা কথা না বললেই নয়- বরুণের এই Instagam পোস্ট জুড়ে শুধুই নাতাশা নেই! আছেন মা লালি ধাওয়ান (Lali Dhawan), বৌদি জাহ্নবী দেশাই (Jaanvi Desai) আর ভাইঝি নিয়ারা ধাওয়ান (Niyara Dhawan)! ব্যাপারটা কী?
advertisement
advertisement
সদ্য পেরিয়ে যাওয়া আন্তর্জাতিক নারী দিবস! তাছাড়া আবার কী! ভারতীয় নারীরা যে কী বিপুল ক্ষমতার অধিকারিণী, তা নিজের পরিবারের এই নারীদের ছবি দিয়েই সবাইকে বোঝাতে চেয়েছেন বরুণ। প্রথম ছবিটা নাতাশার সঙ্গে, দেখা যাচ্ছে যে স্ত্রী শুয়ে আছেন স্বামীর পিঠের উপরে। দু'জনের গায়েই একই রকমের গোল-গলা টি-শার্ট। বরুণের হাসি আর নাতাশার সলজ্জ মুখভঙ্গীই বুঝিয়ে দিয়েছে যে পরস্পরের শরীরে কী ভাবে মিশে যান তাঁরা!
advertisement
advertisement
দ্বিতীয় ছবিটায় নায়ককে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে। দেখে মনে হয় কোনও এক ফরেন ট্রিপের ছবি, যেখানে ছেলেকে জড়িয়ে ধরেছেন লালি। আর সব শেষে দেখা যাচ্ছে তাঁর বৌদি জাহ্নবীর ঘর। আমরা দেখছি যে খুদে নিয়ারা বেশ শক্ত মুঠিতে চুল টেনে ধরেছে তার কাকার! এই ভাবেই আন্তর্জাতিক নারী দিবসে নিজের পরিবারের নারীদের নতুন করে প্রচারের আলোয় এনেছেন বরুণ।
advertisement
advertisement
বলিউডের নিন্দুকেরা যদিও বলছেন অন্য কথা! তাঁদের দাবি- বরুণের বুদ্ধি দেখে যেমন অবাক হতে হয়, তেমনই শেখারও আছে তা থেকে। বিয়ের পর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গতার ছবি সোশ্যাল মিডিয়ায় দিলে তা নিয়ে পরিবারের অন্য নারীরা কথা শোনাতে পারতেন! তাই বুদ্ধি করে এমন দিনেই ছবি দিলেন যা নিয়ে কেউ কিছু বলতে পারবেন না!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2021 6:30 PM IST
