বিয়েতে কার ডিজাইন করা পোশাক পরছেন বরুণ-নাতাশা

Last Updated:

বিয়ের অনুষ্ঠান নিয়ে নেটিজেনদের জল্পনা তুঙ্গে। কিন্তু কার ডিজাইন করা পোশাক পরছেন অভিনেতা

#মুম্বই: জল্পনা চলছিল বহুদিন ধরে। অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান ও তাঁর বহুদিনের বান্ধবী নাতাশা দালাল। বি-টাউনে এটিই এখন সবচেয়ে আলোচিত বিষয়। যদিও বিয়ের অনুষ্ঠান নিয়ে কী পরিকল্পনা তা নিয়ে সংবাদমাধ্যমের কাছে এখনও মুখ খোলেননি বরুণ। তবে এর মধ্যেই যে বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে তা বলাই বাহুল্য।
বিয়েতে বরুণ ও নাতাশাকে মণীশ মলহোত্রার ডিজাইন করা পোশাকে দেখা যেতে পারে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কারণ মঙ্গলবার ডিজাইনার মণীশ মলহোত্রার স্টোরের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন বরুণের দাদা রোহিত ধাওয়ান ও তাঁর স্ত্রী। এছাড়াও মণীশের স্টোরের বাইরে দেখা গিয়েছে বরুণের বাবা ডেভিড ধাওয়ানকেও। তার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিয়ের পোশাক কিনতেই এখানে হাজির হয়েছিলেন তাঁরা।
advertisement
এখনও পর্যন্ত জানা যাচ্ছে, আগামী ২৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বরুণ ও নাতাশা। আলিবাগে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু, বলিউডের তারকাদের উপস্থিতিতে তাঁরা বিয়ে করবেন বলে খবর। বিয়েতে যে বলিউডের চাঁদের হাট বসবে তা আন্দাজ করাই যায়।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, স্নিগ্ধ সুন্দর সাজে বিয়েতে দেখা যাবে হবু দম্পতিকে। বরুণ স্যুট পরতে পারেন বলেও জানা যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়েতে কার ডিজাইন করা পোশাক পরছেন বরুণ-নাতাশা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement