দুই মাদক ব্যবসায়ী বাসিত ও জায়েদের বয়ান বদল, রিয়া-শৌভিককে মাদক দিত না তারা!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এই মুহূর্তে ধৃত দুই মাদক ব্যবসায়ী জায়েদ ও বাসিত বয়ান বদল করে নিলে রিয়া ও শৌভিকের বিরুদ্ধে অভিযোগ কতটা জোরদার থাকবে সেই প্রশ্ন উঠছে ।
ARUNIMA DEY
#মুম্বই: তৃতীয় দিনের জেরার মুখে রিয়া চক্রবর্তী। এনসিবি হেড কোয়ার্টারে পৌঁছলেন তিনি। সূত্রের খবর, ভাই শৌভিককের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে রিয়া চক্রবর্তীকে।
অন্যদিকে, দুই মাদক ব্যবসায়ী বাসিত ও জায়েদের বয়ান বদল। রিয়া, শৌভিক নয়, দীপেশ ও স্যামুয়েলকেই মাদক বেচতেন তারা। এনসিবি-র চাপে নাকি ভুল বয়ান দিয়েছিলেন আগে। সূত্র মারফত মিলছে এই খবর। মঙ্গলবার দেখা গেল ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রেখেছেন রিয়া। কোথা থেকে মিলছে অর্থ? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, নানা মহলে।
advertisement
advertisement
এর আগে অবশ্য জানা গিয়েছিল, এনসিবি’র জেরার মুখে ড্রাগ কারবারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছেন রিয়া ও শৌভিক ৷ নিষিদ্ধ ড্রাগ কেনার অপরাধে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে আগেই গ্রেফতার করেছে সিবিআই ৷ গ্রেফতার হয়েছে স্যামুয়েল মিরান্ডাও ৷ গতকালও এনসিবির ৮ ঘণ্টা জেরার মুখোমুখি হতে হয়েছে রিয়াকে ৷ ক্রমেই যত সময় এগোচ্ছে ততই সুশান্তের মৃত্যু রহস্য ঘনীভূত হচ্ছে ৷
advertisement
তবে এই মুহূর্তে ধৃত দুই মাদক ব্যবসায়ী জায়েদ ও বাসিত বয়ান বদল করে নিলে রিয়া ও শৌভিকের বিরুদ্ধে অভিযোগ কতটা জোরদার থাকবে সেই প্রশ্ন উঠছে । গতকাল জানা গিয়েছিল, জেরার মুখ নাকি বলিউডেরক প্রথম সারির কয়েকজন সেলেবের নাম করেছেন রিয়া । সব মিলিয়ে দেখা যাচ্ছে, সুশান্তের মৃত্যুর তদন্ত ক্রমেই ঘুরে যাচ্ছে ড্রাগ ও নিষিদ্ধ মাদক কারবারের তদন্তে ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2020 11:35 AM IST