মুক্তি পেল সঞ্জু-র ট্রেলার, দেখুন...
Last Updated:
মুক্তি পেল বহু প্রতিক্ষীত সঞ্জু ছবির ট্রেলার৷ আরও একবার দর্শকদের মন জয় করলেন রাজকুমার হিরানি ও বিধু বিনোধ চোপড়া জুটি৷ টিজারের ঝলকেই মুগ্ধ করেছিলেন রণবীর৷ এবার হল ধমাকা!
#মুম্বই: মুক্তি পেল বহু প্রতিক্ষীত সঞ্জু ছবির ট্রেলার৷ আরও একবার দর্শকদের মন জয় করলেন রাজকুমার হিরানি ও বিধু বিনোধ চোপড়া জুটি৷ টিজারের ঝলকেই মুগ্ধ করেছিলেন রণবীর৷ এবার হল ধমাকা!
তিনি যে আসল সঞ্জয় নন, এটাই বিশ্বাস করা মুশকিল হচ্ছে৷ বলিউডের বিতর্কিত হিরো সঞ্জয় দত্ত৷ বাবা সুনীল দত্ত, মা নার্গিস৷ ফিল্মি পরিবারে বেড়ে ওঠা৷ তিনি যে বলিউডে হিরো হবেন, সেটা অনেকটাই ঠিক ছিল৷ তবে তারপরের যে ঘটনা তাঁর জীবনে ঘটে সেটাই ছিল আসল স্টোরি৷ সেই কারণেই এই বায়োপিক হয়ে উঠতে চলেছে ইন্টেরেস্টিং! সঞ্জয় দত্তের জীবেনের সব ঘটনাই তুলে ধরা হচ্ছে সঞ্জুতে ছবিতে৷ তিনি হিরো, গল্পের সুপারহিরো৷ তাই তাঁকে নিয়ে উৎসাহ যে থাকবেই, সেটা স্বাভাবিক৷ তবে পরিচালক জানিয়েছেন ছবিতে সঞ্জয় দত্তকে কোনভাবেই মহান প্রমাণ করা হয়নি৷ যা সত্যি তাই দেখানো হয়েছে৷ সঞ্জয় দত্তের অনুমতি নিয়েই৷
advertisement
advertisement
২৪-এ এপ্রিল সামনে এসেছিলেন সঞ্জয় দত্ত রূপে রণবীর কাপুর৷ তখনই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি৷ অবিকল যেন সঞ্জু বাবা হয়ে উঠেছেন তিনি৷ রণবীর জানিয়েছেন, মেকআপের সাহায্যে তিনি সঞ্জয় হয়ত হয়ে উঠে পারতেন, কিন্তু তাঁর কাজ তো ছিল সঞ্জয় দত্ত হয়ে ওঠা৷ তাই সেই চরিত্রের মধ্যেই ডুবে গিয়েছিলেন রণবীর৷ সেকারণেই এই পারফেকশ৷ আপাতত ছবি মুক্তি জন্য অপেক্ষা করতে হবে ২৯-এ জুন৷
advertisement
দেখে নিন সঞ্জু ছবির ট্রেলার...
The official #SanjuTrailer is out and it’ll leave you speechless! Watch it here - https://t.co/R4QiGrMatL #RanbirKapoor @RajkumarHirani #RajkumarHiraniFilms @foxstarhindi @VVCFilms
— Sonam K Ahuja (@sonamakapoor) May 30, 2018
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2018 1:57 PM IST