মুক্তি পেল সঞ্জু-র ট্রেলার, দেখুন...

Last Updated:

মুক্তি পেল বহু প্রতিক্ষীত সঞ্জু ছবির ট্রেলার৷ আরও একবার দর্শকদের মন জয় করলেন রাজকুমার হিরানি ও বিধু বিনোধ চোপড়া জুটি৷ টিজারের ঝলকেই মুগ্ধ করেছিলেন রণবীর৷ এবার হল ধমাকা!

#মুম্বই: মুক্তি পেল বহু প্রতিক্ষীত সঞ্জু ছবির ট্রেলার৷ আরও একবার দর্শকদের মন জয় করলেন রাজকুমার হিরানি ও বিধু বিনোধ চোপড়া জুটি৷ টিজারের ঝলকেই মুগ্ধ করেছিলেন রণবীর৷ এবার হল ধমাকা!
তিনি যে আসল সঞ্জয় নন, এটাই বিশ্বাস করা মুশকিল হচ্ছে৷ বলিউডের বিতর্কিত হিরো সঞ্জয় দত্ত৷ বাবা সুনীল দত্ত, মা নার্গিস৷ ফিল্মি পরিবারে বেড়ে ওঠা৷ তিনি যে বলিউডে হিরো হবেন, সেটা অনেকটাই ঠিক ছিল৷ তবে তারপরের যে ঘটনা তাঁর জীবনে ঘটে সেটাই ছিল আসল স্টোরি৷ সেই কারণেই এই বায়োপিক হয়ে উঠতে চলেছে ইন্টেরেস্টিং! সঞ্জয় দত্তের জীবেনের সব ঘটনাই তুলে ধরা হচ্ছে সঞ্জুতে ছবিতে৷ তিনি হিরো, গল্পের সুপারহিরো৷ তাই তাঁকে নিয়ে উৎসাহ যে থাকবেই, সেটা স্বাভাবিক৷ তবে পরিচালক জানিয়েছেন ছবিতে সঞ্জয় দত্তকে কোনভাবেই মহান প্রমাণ করা হয়নি৷ যা সত্যি তাই দেখানো হয়েছে৷ সঞ্জয় দত্তের অনুমতি নিয়েই৷
advertisement
advertisement
২৪-এ এপ্রিল সামনে এসেছিলেন সঞ্জয় দত্ত রূপে রণবীর কাপুর৷ তখনই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি৷ অবিকল যেন সঞ্জু বাবা হয়ে উঠেছেন তিনি৷ রণবীর জানিয়েছেন, মেকআপের সাহায্যে তিনি সঞ্জয় হয়ত হয়ে উঠে পারতেন, কিন্তু তাঁর কাজ তো ছিল সঞ্জয় দত্ত হয়ে ওঠা৷ তাই সেই চরিত্রের মধ্যেই ডুবে গিয়েছিলেন রণবীর৷ সেকারণেই এই পারফেকশ৷ আপাতত ছবি মুক্তি জন্য অপেক্ষা করতে হবে ২৯-এ জুন৷
advertisement
দেখে নিন সঞ্জু ছবির ট্রেলার...
বাংলা খবর/ খবর/বিনোদন/
মুক্তি পেল সঞ্জু-র ট্রেলার, দেখুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement