অদ্ভুত সমাপতন! মাত্র ১ মাসের মধ্যেই সুশান্তের ঘনিষ্ঠ ৩ বন্ধুও আত্মহত্যা করেছেন!

Last Updated:

গত এক মাসের মধ্যেই সুশান্তের তিন ঘনিষ্ঠ বন্ধুর আত্মহত্যা, শুধুই কী কাকতালীয়?

#মুম্বই: কী হয়েছিল ছেলেটার? কেন চোখ ভরা স্বপ্ন আর অপূর্ণ অনেক সাধ নিয়ে এ ভাবে চলে গেল? এই প্রশ্নই যেন থামছে না দেশবাসীর । আর সেখানেই বারবার উঠে আসছে একাধিক কারণ । মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত । এই তত্ত্ব এখন সকলের জানা । কিন্তু সেই গভীর অবসাদের পিছনে কারণ কী? তবে কি বলিউডের হৃদয়হীনতা, স্বজনপোষণের বাড়বাড়ন্ত, এলিট ক্লাসের উন্নাসিকতা এসবই কী ধীরে ধীরে সুশান্ত সিং রাজপুতকে ঠেলে দিল মৃত্যুর দিকে ? কাঠগোড়ায় এখন বলিউডের এই নেপোটিজম-ই ৷
তবে কারও কারও মৃত্যুতে হয়তো এমন অদ্ভুত সমাপতনই লেখা থাকে ৷ সুশান্তের মৃত্যুর সঙ্গে আগের মৃত্যুগুলির হয়তো কোনও সম্পর্ক নেই ৷ কোনও সংযোগ থাকলেও তা তদন্ত স্বাপেক্ষ ৷ এ বিষয়ে এখনও কোনও উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি ৷ তবে গত এক মাসের মধ্যেই সুশান্তের তিন ঘনিষ্ঠ বন্ধুর আত্মহত্যা, শুধুই কী কাকতালীয়?
advertisement
সুশান্তের বন্ধু মনমীত গ্রেওয়াল, ১৫ মে আত্মহত্যা করেন, নিজের বাড়িতেই ৷ এরপর প্রেক্ষা মেহতাও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ২৬ মে, মধ্যপ্রদেশে ৷ সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান ১৪ তলার উপর থেকে ঝাঁপ দেন সুশান্তের মৃত্যুর ঠিক পাঁচ দিন আগে, ৯ জুন ৷ এরপর ১৪ জুন সকালে নিজেকে শেষ করে দেন সুশান্ত সিং রাজপুত ৷
advertisement
advertisement
যদিও যতদূর জানা গিয়েছে, প্রত্যেকেরই আত্মহত্যার কারণ পৃথক ছিল ৷ মনমীত দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছিলেন না ৷ লকডাউন যেন তাঁর মনোবল একেবারে ভেঙে দেয় ৷ দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি ৷ এমনকি বাড়ি ভাড়া দেওয়ার টাকাও ছিল না তাঁর কাছে ৷
advertisement
কেরিয়ার নিয়ে চিন্তিত ছিলেন টেলি অভিনেত্রী প্রেক্ষা মেহতাও ৷ একাকীত্বতা গ্রাস করেছিল তাঁকেও ৷
লকডাউনে কর্মক্ষেত্রে নানারকম সমস্যায় ভুগছিলেন দিশা ৷ যে কারণে অবসাদ গ্রাস করেছিল তাঁকেও ৷
অবসাদের শিকার হলেন সুশান্তও ৷ ১৪ জুন, নিজের বান্দ্রার ফ্ল্যাটের বেডরুমে গলায় দড়ি দেন অভিনেতা ৷ পরপর নিজের ঘনিষ্ঠ বন্ধুদের মৃত্যুই কি তাঁকে অন্য পৃথিবীর দিকে আরও কয়েকটা ধাপ এগিয়ে দিল? প্রশ্নটা থেকেই যাচ্ছে....
বাংলা খবর/ খবর/বিনোদন/
অদ্ভুত সমাপতন! মাত্র ১ মাসের মধ্যেই সুশান্তের ঘনিষ্ঠ ৩ বন্ধুও আত্মহত্যা করেছেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement