#মুম্বই: চলে গেলেন বলিউডের আরও এক প্রবাদপ্রতীম অভিনেতা । ক্যান্সারের সঙ্গে অসম লড়াইয়ে অবশেষে হার মানতে বাধ্য হলেন সত্তর-আশির দশকের সেই রোম্যান্টিক নায়ক । যাঁর আবেদনে, যাঁর রোম্যান্সে, যাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ ছিল গোটা দেশ ।২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ে তাঁর । দীর্ঘদিন নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন ঋষি । গত বছর সেপ্টেম্বর মাসে ফিরে আসেন দেশে । মোটামুটি সুস্থই ছিলেন । গতকাল ফের অবস্থার অবনতি হতেই তাঁকে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল । সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা । বয়স হয়েছিল ৬৭ বছর ।
नमस्ते लता जी। आपके आशीर्वाद से देखिए मुझे अपनी दो या तीन महीने वाली अपनी पिक्चर मिल गई। सदा आपका आशीर्वाद रहा है मुझ पर। बहुत बहुत धानियवाद। क्या मैं दुनिया को बता सकता हूँ ये तस्वीर ट्विटर पे डाल के?ये एक बेशक़ीमती पिक्चर है मेरे लिए! pic.twitter.com/qbrCZYBBeR
— Rishi Kapoor (@chintskap) January 28, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lata Mangeshkar, Rishi Kapoor, Rishi Kapoor Death, Rishi Kapoor News