ডাকতেন ‘লতা দিদি’ বলে, তাঁর থেকে অনেক ছোট হয়েও আগে চলে গেলেন সেই ছোট্ট ঋষি
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#মুম্বই: চলে গেলেন বলিউডের আরও এক প্রবাদপ্রতীম অভিনেতা । ক্যান্সারের সঙ্গে অসম লড়াইয়ে অবশেষে হার মানতে বাধ্য হলেন সত্তর-আশির দশকের সেই রোম্যান্টিক নায়ক । যাঁর আবেদনে, যাঁর রোম্যান্সে, যাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ ছিল গোটা দেশ ।
২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ে তাঁর । দীর্ঘদিন নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন ঋষি । গত বছর সেপ্টেম্বর মাসে ফিরে আসেন দেশে । মোটামুটি সুস্থই ছিলেন । গতকাল ফের অবস্থার অবনতি হতেই তাঁকে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল । সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা । বয়স হয়েছিল ৬৭ বছর ।
advertisement
মাত্র কিছুদিন আগেও নিজের ছোটবেলার পুরনো একটি ছবি শেয়ার করেছিলেন ঋষি । লতা মঙ্গেশকরের কোলে তিন মাসের ছোট্ট স্বয়ং তিনি নিজে । সাদা-কালোয় সেই ছবিটি অনবদ্য । শেয়ার করে লিখেছিলেন, ‘আপনার আশীর্বাদ যেন সব সময় আমার মাথায় থাকে ।’
advertisement
লতার থেকে অনেক ছোট হয়েও লতার আগেই চলে গেলেন এভারগ্রিন সেই রোম্যান্টিক নায়ক ।
advertisement
नमस्ते लता जी। आपके आशीर्वाद से देखिए मुझे अपनी दो या तीन महीने वाली अपनी पिक्चर मिल गई। सदा आपका आशीर्वाद रहा है मुझ पर। बहुत बहुत धानियवाद। क्या मैं दुनिया को बता सकता हूँ ये तस्वीर ट्विटर पे डाल के?ये एक बेशक़ीमती पिक्चर है मेरे लिए! pic.twitter.com/qbrCZYBBeR
— Rishi Kapoor (@chintskap) January 28, 2020
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2020 1:27 PM IST