হোম /খবর /বিনোদন /
ডাকতেন ‘লতা দিদি’ বলে, তাঁর থেকে অনেক ছোট হয়েও আগে চলে গেলেন সেই ছোট্ট ঋষি

ডাকতেন ‘লতা দিদি’ বলে, তাঁর থেকে অনেক ছোট হয়েও আগে চলে গেলেন সেই ছোট্ট ঋষি

লতা মঙ্গেশকরের কোলে ছোট্ট ঋষি কাপুর

লতা মঙ্গেশকরের কোলে ছোট্ট ঋষি কাপুর

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: চলে গেলেন বলিউডের আরও এক প্রবাদপ্রতীম অভিনেতা । ক্যান্সারের সঙ্গে অসম লড়াইয়ে অবশেষে হার মানতে বাধ্য হলেন সত্তর-আশির দশকের সেই রোম্যান্টিক নায়ক । যাঁর আবেদনে, যাঁর রোম্যান্সে, যাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ ছিল গোটা দেশ ।২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ে তাঁর । দীর্ঘদিন নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন ঋষি । গত বছর সেপ্টেম্বর মাসে ফিরে আসেন দেশে । মোটামুটি সুস্থই ছিলেন । গতকাল ফের অবস্থার অবনতি হতেই তাঁকে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল । সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা । বয়স হয়েছিল ৬৭ বছর ।মাত্র কিছুদিন আগেও নিজের ছোটবেলার পুরনো একটি ছবি শেয়ার করেছিলেন ঋষি । লতা মঙ্গেশকরের কোলে তিন মাসের ছোট্ট স্বয়ং তিনি নিজে । সাদা-কালোয় সেই ছবিটি অনবদ্য । শেয়ার করে লিখেছিলেন, ‘আপনার আশীর্বাদ যেন সব সময় আমার মাথায় থাকে ।’লতার থেকে অনেক ছোট হয়েও লতার আগেই চলে গেলেন এভারগ্রিন সেই রোম্যান্টিক নায়ক ।

Published by:Simli Raha
First published:

Tags: Lata Mangeshkar, Rishi Kapoor, Rishi Kapoor Death, Rishi Kapoor News