‘ভারতীয় সিনেমার জন্য অত্যন্ত খারাপ সপ্তাহ...’ ঋষি কাপুরের মৃত্যুতে শোকপ্রকাশ রাহুল গান্ধির
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
শ্বাসকষ্ট নিয়ে বুধবারই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋষি কাপুর ৷
#মুম্বই: ২০২০ বছরটা সত্যি খারাপ ৷ একের পর এক দুঃসংবাদই আসছে প্রতিদিন ৷ গতকাল, বুধবার ইরফান খানের পর আজ, বৃহস্পতিবার সকালে চলে গেলেন ভারতীয় সিনেমা জগতের অন্যতম বড় নাম ঋষি কাপুর ৷ মুম্বইয়ের হাসপাতালে এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
শ্বাসকষ্ট নিয়ে বুধবারই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমকে ঋষির বড় ভাই অভিনেতা রণধীর কাপুর তাঁর প্রয়াণের খবর জানান। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর। বিদেশে এক টানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন তিনি। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ইরফানের পর এবার ঋষি কাপুর ৷ একের পর এক মৃত্যুর খবরে দিশাহারা চলচ্চিত্র জগৎ।
advertisement
This is a terrible week for Indian cinema, with the passing of another legend, actor Rishi Kapoor. A wonderful actor, with a huge fan following across generations, he will be greatly missed. My condolences to his family, friends & fans all over the world, at this time of grief.
— Rahul Gandhi (@RahulGandhi) April 30, 2020
advertisement
advertisement
ঋষি কাপুরের মৃত্যুতে ট্যুইটারে শোকপ্রকাশ করেন রাহুল গান্ধিও ৷ তিনি লেখেন, ‘‘ ভারতীয় সিনেমার জন্য অত্যন্ত খারাপ সপ্তাহ ৷ আরও একজন কিংবদন্তিকে হারালাম আমরা ৷ দারুণ একজন অভিনেতা ৷ তাঁর ভক্তের সংখ্যা অসংখ্য ৷ ঋষির পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই ৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2020 10:20 AM IST

