‘আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে ওরাই’, সুশান্তের মৃত্যুতে সাংসদের অভিযোগ নিয়ে তোলপাড়
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
তিনি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে সরসারি একদল মানুষের ওপর ক্ষোভ উগড়ে দিলেন
#নয়াদিল্লি: এ বার কি তাহলে রাজনীতিও জড়িয়ে পড়ল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে? না হলে সরাসরি সুশান্তের মৃত্যুর জন্য কেন মুখ খুললেন সাংসদ? ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে।
তিনি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে সরসারি একদল মানুষের ওপর ক্ষোভ উগড়ে দিলেন। বললেন, ‘একদল প্রযোজক সরসারি সুশান্তকে বয়কট করেছিলেন। তাঁরা একের পর এক কাজ সুশান্তের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। তাঁকে অবসাদের গভীরে ঠেলে দিয়েছেন তাঁরা। আমার মনে হয়, মহারাষ্ট্র পুলিশের উচিত সেই সব প্রযোজকের বিরুদ্ধে সরাসরি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা। ওঁদের জন্যই সুশান্ত আত্মহত্যা করেছেন।’
advertisement
सुशांत सिंह राजपूत की मौत की न्यायिक जॉंच होनी चाहिए,मुम्बई फ़िल्म इंडस्ट्री में व्याप्त माफियागिरी व सिंडिकेट को ख़त्म करने के लिए पूर्वांचल के कलाकारों को संघर्ष का बिगुल फूँकना चाहिए @MumbaiPolice @ManojTiwariMP @ravikishann pic.twitter.com/nJbSrL1VkZ
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) June 15, 2020
advertisement
advertisement
এই ভিডিওতে প্রাদেশিকতার অভিযোগও করেন তিনি। ‘আমরা দেখেছি, উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য যেমন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, এছাড়া মধ্যপ্রদেশ, ইত্যাদি জায়গাগুলি থেকে যদি কেউ মুম্বইয়ের সিনেমাজগতে কাজ করতে যায়, তাহলে তাঁকে ব্রাত্য করে রাখা হয়। কেউ কাজ দিতে চায় না। মুম্বইয়ে একটা প্রযোজক, পরিচালকদের গ্যাং আছে, সেটায় স্থান না পেলে কাজ পাওয়া যায় না। সুশান্ত সেখানে স্থান করে নিতে পারেননি বলেই তাঁকে আজ অবসাদে আত্মঘাতী হতে হয়েছে।’
advertisement
মুম্বই সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি তাই উত্তর ভারতেও আলাদা একটি হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি তৈরির প্রস্তাব দেন তিনি। যাতে এই অংশের মানুষকে অবহেলার মুখে না পড়তে হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 16, 2020 4:03 PM IST