'বীরে দি ওয়েডিং'-এ করিনার বিয়ের লেহেঙ্গার বয়স শুনলে চোখ কপালে উঠবে!

Last Updated:

'বীরে দি ওয়েডিং'-এ করিনার বিয়ের লেহেঙ্গাটির বয়স শুনলে চোখ কপালে উঠবে!

#মুম্বই: বক্সঅফিসের পরীক্ষায় ভাল নম্বরেই পাশ করেছে ‘বীরে দি ওয়েডিং’। ৫ দিনে ব্যবসা দিয়েছে ৪৮.০৩ কোটি টাকা। তবে, যত না ছবির গুণমান নিয়ে কথা হচ্ছে, তার থেকে বেশি চর্চা হচ্ছে করিনা কপূর, স্বরা ভাস্কর, সোনম কাপুর আর শিখা তলসানিয়ার পোশাক নিয়ে! আগাগোড়া ছবিতে গ্ল্যামারাস অবতারে ধরা দিয়েছেন চার সুন্দরী! ক্রেডিট অবশ্যই ডিজাইনার-দ্বয় আবু জানি এবং সন্দীপ খোসলার।
ইদানীং, ফ্যাশন ফিয়েস্তাদের আলোচনার মূল বিষয় কি জানেন? ছবিতে 'বীরে' ওরফে করিনা বিয়ের দিন যে লেহেঙ্গাটি পরেছিলেন, সেটি! আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনিংয়ে লেহেঙ্গাটি দেখতে যে ভাল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! কিন্তু 'টক অফ দ্য টাউন' হয়ে ওঠার মতো বিশেষ কী গুণ রয়েছে লেহেঙ্গাটিতে, এটাই ভাবছেন তো? তা হলে শুনুন!
advertisement
'বীরে'-র লেহেঙ্গাটি ভিন্টেজ গার্মেন্ট। শোনা যাচ্ছে, ২৫ বছর আগে নাকি তৈরি হয়েছিল এই লেহেঙ্গা।
advertisement
ডিজাইনার সন্দীপ খোসলার ভাষায়, '' ২৫ বছর আগে লেহেঙ্গাটি তৈরি করেছিলাম আমরা। স্টোরেই ছিল। রিয়া (ছবির প্রযোজক) একদিন এসেছিল এই ছবিটার জন্য ড্রেস পছন্দ করতে। ওই-ই কোনও একটা ট্রাঙ্ক ঘেঁটে এই লেহেঙ্গাটা বের করে। তখনই ও ঠিক করে ফেলেছিল, 'বীরে' বিয়ের দিন এই লেহেঙ্গাটাই পরবে। শুধু ওড়নাটা নতুন করে ডিজাইন করা হয়েছে।''
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'বীরে দি ওয়েডিং'-এ করিনার বিয়ের লেহেঙ্গার বয়স শুনলে চোখ কপালে উঠবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement