#মুম্বই: সাকি গার্লের সঙ্গে একী করলেন ডান্স গুরু টেরেন্স লুইস? পুরোটাই অনিচ্ছাকৃত নাকি ইচ্ছে করেই অভিনেত্রীকে এমন অশ্লীল স্পর্শ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত নেটিজেনরা ৷ India's Best Dancer- রিয়েলিটি শোয়ের একটি ভিডিওতে তোলপাড়া নেটদুনিয়া ৷
‘দিলবর’ ও ‘সাকি’-এর মতো জনপ্রিয় আইটেম গানে তার নাচে মুগ্ধ আসমুদ্র হিমাচল ৷ কথা হচ্ছে বলিউডের নয়া ডান্সিং সেনসেশন ও অভিনেত্রী নোরা ফতেহির (Nora Fatehi) ৷ সম্প্রতি India's Best Dancer- রিয়েলিটি শোয়ের বিচারকের চেয়ারে বসেছেন নোরা ৷ এবার সেই শোয়েরই একটি ভাইরাল ক্লিপিংসে শোয়ের অন্যতম বিচারক-ডান্স গুরু টেরেন্স লুইসকে (Terence Lewis) নোরার নিতম্ব স্পর্শ করতে দেখা গিয়েছে ৷ আর সেই ভিডিও নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া ৷
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে নোরা, টেরেন্স ছাড়াও রয়েছেন শোয়ের আরেক বিচারক গীতা ৷ ভিডিওতে দেখা যাচ্ছে, শোয়ের তিন জাজ মঞ্চের সামনে এসে কারোর উদ্দেশ্যে নমস্কার করছেন ৷ সেই নমস্কারের জন্য হাত তোলার সময় টেরেন্সের হাত স্পর্শ করে গেল নোরার হিপ ৷ ভিডিওটি স্লো মোশনে দেখলে মনে হচ্ছে সহবিচারকের নিতম্বে সজোরে থাপ্পড় মারছেন টেরেন্স লুইস ৷
এই দৃশ্য ভাইরাল হতেই চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায় ৷ সেখানে দাবি করা হয়েছে শোয়ের এই এপিসোডটি সম্প্রচারিত হয়েছে গত ১২ সেপ্টেম্বর ৷ ওই এপিসোডে অতিথি হিসাবে এসেছিলেন শত্রুঘ্ন সিনহা এবং তার স্ত্রী ৷
#NoraFatehi Ass slapped by #TerranceLewis What a nonsense never thought expected from him#SonyTv #BollywoodCleanup pic.twitter.com/iyECt1mI74
— Nandini Idnani (@idnani_nandini) September 26, 2020
ভিডিওটিতে ওই মুহূর্তের আগে ও পরের ক্লিপিংস দেখে মনে হচ্ছে জেনেবুঝে নয় অনিচ্ছাকৃতভাবেই টেরেন্সের হাত নোরার নিতম্ব স্পর্শ করেছে ৷ কারণ নোরাও কোনও প্রতিক্রিয়া দেননি ৷ কিন্তু অনেক নেটিজেনই এই যুক্তি মানতে নারাজ ৷ নোরার অনেক অনুরাগী এই ঘটনার জন্য টেরেন্সের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ৷ অনেকে আবার মন্তব্য করেছেন, ‘এটাই বলিউডের আসল চেহারা ৷ নইলে টেরেন্সের মতো ব্যক্তিত্বের কাছ থেকে এমন ব্যবহার আশা করা যায় না ৷’
নোরা ফতেহি সম্প্রতিই এই শোয়ের জাজের ভূমিকায় অংশ নিয়েছেন ৷ এই রিয়েলিটি শোয়ের বরাবরের বিচারক মালাইকা অরোরা করোনায় আক্রান্ত হওয়ার পরই তার জায়গায় বিচারক হয়ে আসেন নোরা ৷