করিনা মেকআপ করলে একদম সহ্য করতে পারে না তৈমুর: সইফ আলি খান
Last Updated:
সব লাইম লাইট কেড়ে নিচ্ছে খুদে নবাব তৈমুর ৷ ছোট থেকেই পাপারাৎজিদের কাছে ভারি পছন্দের সে ৷
#মুম্বই: বেশকিছু মুখ থুবড়ে পড়া ছবির পর নেটফ্লিক্সের জেরে ফের খানিকটা উঠে দাঁড়িয়েছেন সইফ আলি খান ৷ ‘সেক্রেড গেমেস’-এর দ্বিতীয় পর্বের শুটিংও শুরু হয়ে গিয়েছে ৷ তবে করিনার হাতে এখন তেমন কোনও কাজ নেই ৷
যত যাই হোক না কেন, নিন্দুকরা বলছেন সইফিনার বাজার এখন পড়তির মুখে ৷ সব লাইম লাইট কেড়ে নিচ্ছে খুদে নবাব তৈমুর ৷ ছোট থেকেই পাপারাৎজিদের কাছে ভারি পছন্দের সে ৷ এদিকে তৈমুরের কাছে আবার অন্যতম অপছন্দের জিনিস হল তাঁর মা, করিনার মেকআপ-সাজগোজ ৷য
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সইফ বলেন, তৈমুর নাকি মা’কে অন্য কোনও অবস্থায় দেখতে একদমই পছন্দ করে না ৷ কিন্তু সইফকে অন্য সাজে দেখতে তাঁর কোনও আপত্তি নেই ৷ ‘সেক্রেড গেমস’-এর সেটে মাথায় পাগড়ি পরা, দাঁড়িওয়ালা বাবাকে দেখে এতটুকু সমস্যা হয়নি তৈমুরের ৷
advertisement
advertisement
সম্প্রতি ১০৪.৮ ইশক FM-এ ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ শোয়ে করিনা স্বীকার করেছিলেন তৈমুরকে নিয়ে সইফ নাকি অবসেসড ৷ একবার শুটিংয়ের কাজে ভুজে যাওয়ার কথা ছিল সইফের ৷ তৈমুরকে ছেড়ে যেতে হবে বলে নাকি প্রথমে সেখানে যাওয়াই বাতিল করে দিয়েছিলেন নায়ক ৷ পরে করিনা তাঁকে বুঝিয়েছিলেন যে কাজটাও গুরুত্বপূর্ণ ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2019 7:10 PM IST