করিনা মেকআপ করলে একদম সহ্য করতে পারে না তৈমুর: সইফ আলি খান

Last Updated:

সব লাইম লাইট কেড়ে নিচ্ছে খুদে নবাব তৈমুর ৷ ছোট থেকেই পাপারাৎজিদের কাছে ভারি পছন্দের সে ৷

#মুম্বই: বেশকিছু মুখ থুবড়ে পড়া ছবির পর নেটফ্লিক্সের জেরে ফের খানিকটা উঠে দাঁড়িয়েছেন সইফ আলি খান ৷ ‘সেক্রেড গেমেস’-এর দ্বিতীয় পর্বের শুটিংও শুরু হয়ে গিয়েছে ৷ তবে করিনার হাতে এখন তেমন কোনও কাজ নেই ৷
যত যাই হোক না কেন, নিন্দুকরা বলছেন সইফিনার বাজার এখন পড়তির মুখে ৷ সব লাইম লাইট কেড়ে নিচ্ছে খুদে নবাব তৈমুর ৷ ছোট থেকেই পাপারাৎজিদের কাছে ভারি পছন্দের সে ৷ এদিকে তৈমুরের কাছে আবার অন্যতম অপছন্দের জিনিস হল তাঁর মা, করিনার মেকআপ-সাজগোজ ৷য
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সইফ বলেন, তৈমুর নাকি মা’কে অন্য কোনও অবস্থায় দেখতে একদমই পছন্দ করে না ৷ কিন্তু সইফকে অন্য সাজে দেখতে তাঁর কোনও আপত্তি নেই ৷ ‘সেক্রেড গেমস’-এর সেটে মাথায় পাগড়ি পরা, দাঁড়িওয়ালা বাবাকে দেখে এতটুকু সমস্যা হয়নি তৈমুরের ৷
advertisement
advertisement
সম্প্রতি ১০৪.৮ ইশক FM-এ ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ শোয়ে করিনা স্বীকার করেছিলেন তৈমুরকে নিয়ে সইফ নাকি অবসেসড ৷ একবার শুটিংয়ের কাজে ভুজে যাওয়ার কথা ছিল সইফের ৷ তৈমুরকে ছেড়ে যেতে হবে বলে নাকি প্রথমে সেখানে যাওয়াই বাতিল করে দিয়েছিলেন নায়ক ৷ পরে করিনা তাঁকে বুঝিয়েছিলেন যে কাজটাও গুরুত্বপূর্ণ ৷
View this post on Instagram

Tai & Abba #taimuralikhan

A post shared by Taimur Ali Khan (@taimuralikhanworld) on

advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
করিনা মেকআপ করলে একদম সহ্য করতে পারে না তৈমুর: সইফ আলি খান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement