ভবিষ্যতে তৈমুর কী করবেন, সিদ্ধান্ত নিয়ে ফেললেন মা করিনা

Last Updated:
#মুম্বই: সন্তান হওয়ার পরও মহিলারা একইভাবে পুরোদমে কাজ করতে পারেন এর একজন জ্বলন্ত উদাহরণ করিনা কাপুর  ৷ পরিষ্কার কথা বলেন তিনি এটাই তাঁর অন্যতম বৈশিষ্ট্য ৷ ওয়ার্কিং মায়েদের জন্য তিনি আর্দশ ৷
তবে কাজের জন্য ছেলে তৈমুরকেও অবহেলা করেন না মা করিনা . সইফ আলি খান বাড়িতে না থাকলে ছেলেকে নিয়েই শ্যুটিংয়ে যান তিনি ৷ এবার ছেলেকে বড় হয়ে কী বানাতে চান প্রশ্নে মুখ খুললেন করিনা ৷
সাধারণত ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা পরিবারের পরবর্তী প্রজন্মও ফিল্মেই আসেন ৷ বিভিন্ন স্টারকিডরা এখন বলিউড শাসন করছেন ৷ তৈমুরও কি সেই পথেই হাঁটবেন ৷
advertisement
advertisement
Kareena Kapoor / Instagram Handle Kareena Kapoor / Instagram Handle
করিনা জানিয়েছেন তিনি ও সইফ দু‘জনেই ঠিক করেছেন তৈমুর বড় হয়ে নিজে যেটা হতে চাইবেন তাই হবেন ৷ তার ওপর কোনও কিছুই চাপিয়ে দেওয়া হবে না ৷
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘সব বাচ্চারাই ৯৮ শতাংশ নম্বর পায় না বা পিএইচডি করে না ৷ আমি চাই আমার বাচ্চা একজন ভালো মানুষ হোক যার মূল্যবোধ থাকবে ৷ পাশাপাশি ও নিজের প্রতি সৎ হক ৷ ’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভবিষ্যতে তৈমুর কী করবেন, সিদ্ধান্ত নিয়ে ফেললেন মা করিনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement