জানেন সইফকে কী বলে ডাকে তৈমুর ?
Last Updated:
জন্ম থেকেই পাপারাৎজিদের ‘নয়নের মণি’ সইফপুত্র ৷ তার বড় হওয়ার প্রত্যেকটা পদক্ষেপ বোধহয় মুখস্থ হয়ে গিয়েছে নেটিজেনদের ৷ এই স্টারকিডের স্টারডমের কাছে বেমালুম দশ গোল খেয়ে যাবেন যে কোনও তাবড় অভিনেতা-অভিনেত্রীও ৷
#মুম্বই: জন্ম থেকেই পাপারাৎজিদের ‘নয়নের মণি’ সইফপুত্র ৷ তার বড় হওয়ার প্রত্যেকটা পদক্ষেপ বোধহয় মুখস্থ হয়ে গিয়েছে নেটিজেনদের ৷ এই স্টারকিডের স্টারডমের কাছে বেমালুম দশ গোল খেয়ে যাবেন যে কোনও তাবড় অভিনেতা-অভিনেত্রীও ৷
গুটি গুটি পায়ে ৭ মাস পেরিয়েছে তৈমুর আলি খান পতৌদি ৷ সদ্য স্কুলে যেতেও শুরু করেছে সে ৷ আধো আধো উচ্চারণে একটু একটু করে কথাও বলছে ৷ সম্প্রতি ডিএনএ-র এক সাক্ষাৎকারে সইফ শোনালেন, তৈমুরের সেই কথা বলতে শেখার গল্প ৷
advertisement
advertisement
আজকাল নাকি নবাব পুত্তুর বেশ কয়েকটি শব্দ বলতে শিখেছে ৷ ‘বেবি’ আর ‘গাম’ শব্দ দু’টো খুবই প্রিয় তার ৷ সইফ জানান, চিউয়িংগাম বলতে না পেরে শুধু গাম কথাটাই বলতে শুরু করেছে তৈমুর ৷ তবে এই দুই শব্দের পাশাপাশি কিন্তু আজকাল বাবাকে ডাকতেও শিখে নিয়েছে সে ৷ এখন থেকেই সইফকে ‘আব্বা’ বলছে তৈমুর ৷
Location :
First Published :
May 31, 2018 1:29 PM IST