নোজাল ড্রপ নিয়ে আয়ুষ্মানকে বিয়ে করতে গিয়েছিলেন তাহিরা! শেয়ার করলেন বিয়ের ছবি

Last Updated:

আয়ুষ্মান আর তাহিরার বিয়ে হয় ২০০৮ সালের নভেম্বরের । এক যুগ অর্থাৎ প্রায় ১২ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তাঁরা ।

#মুম্বই: বলিউডে হট ও কিউট কাপলদের তালিকায় অবশ্যই থাকবে আয়ুষ্মান খুরানা আর তাহিরা কাশ্যপের নাম । শুধু মিষ্টি কাপলই নন, ছোটবেলার প্রেমিকাকে পরবর্তীতে জীবনসঙ্গী করেছেন, হাতে গোণা যে কয়েকজন তারকা... তাঁদের মধ্যে একজন অবশ্যই আয়ুষ্মান ।
আয়ুষ্মান আর তাহিরার বিয়ে হয় ২০০৮ সালের নভেম্বরের । এক যুগ অর্থাৎ প্রায় ১২ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তাঁরা । স্মৃতির সারণী বেয়ে হঠাৎই যেন সেই দিনটায় পাড়ি জমালেন তাহিরা । শেয়ার করলেন ১২ বছর আগের সেই দিনের ছবিও ।
advertisement
advertisement
সেই সময় বেশ ঠান্ডা পড়েছিল । তাই তাহিরাকে সঙ্গে রাখতে হয়েছিল নোজাল ড্রপ । কিন্তু তা বলে কী নিজের বিয়েতে সাজুগুজু না করলে চলে? তাহিরা তাই স্লিভলেসের সঙ্গে সঙ্গী করে নিয়েছিলেন নোজাল ড্রপকেও । পোস্ট সে কথাও লিখলেন মশকরা করে । সেই পোস্টে আবার মিষ্টি কমেন্ট করলেন আয়ুষ্মান । লিখলেন, ‘নো ফিল্টার, নো মেকআপ’ ।
advertisement
advertisement
গত বছরের বিবাহ বার্ষিকীর দিন সঙ্গীত আর বিয়ের সময়ের দু’টি ছবি শেয়ার করে করেছিলেন তাহিরা । লিখেছিলেন, ‘‘১১ বছর আগে আমরা একে অপরকে পেয়েছিলাম...এখনও মনে আছে ওই দিন আবার হৃদপিণ্ড যেন লাফাচ্ছিল, ১০ গুণ বেশি ধুকধুক করছিল...এখনও করে তবে হয়তো অন্য কারণে...মজা করছি, তুমি এখনও আমার কাছে সেই আগের মতোই আছো ।’’
advertisement
advertisement
আয়ুষ্মানও তাহিরার মেহন্দির একটা ছবি শেয়ার করে লেখেন, ‘‘সুন্দর এই মেয়েটার সঙ্গে ১১ বছর... এই ছবিটা পোস্ট করার আগে আমি আমার সমস্ত ধরনের প্রজাপতিকে পেয়ে গিয়েছি...উমমম..হ্যাপি অ্যানিভার্সারি ।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
নোজাল ড্রপ নিয়ে আয়ুষ্মানকে বিয়ে করতে গিয়েছিলেন তাহিরা! শেয়ার করলেন বিয়ের ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement