Taapsee Pannu: মস্কোয় ছুটির মধ্যে বলিউডের আর এক অভিনেত্রী ও তাঁর রুশ স্বামীর সঙ্গে দেখা তাপসীর

Last Updated:

বোন শগুনকে নিয়ে রাশিয়ায় দুরন্ত ছুটি কাটালেন তাপসী পন্নু (Taapsee Pannu) ৷ রুশদেশে তোলা তাপসীর ছবি বাজিমাত করেছে সামাজিক মাধ্যমে ৷

মস্কো : বোন শগুনকে নিয়ে রাশিয়ায় দুরন্ত ছুটি কাটালেন তাপসী পন্নু (Taapsee Pannu) ৷ রুশদেশে তোলা তাপসীর ছবি বাজিমাত করেছে সামাজিক মাধ্যমে ৷ সেখানে দেখা গিয়েছে তাপসী সেখানে রূপের আগুন ছড়াচ্ছেন শাড়িতেও ৷
ছুটির মধ্যেই আর এক নায়িকা এবং তাঁর রাশিয়ান স্বামীর সঙ্গে সাক্ষাৎ তাপসীর ৷ সেন্ট পিটসবার্গে তাঁর সঙ্গে দেখা হল শ্রিয়া শরণ এবং তাঁর স্বামী আন্দ্রেই কোশ্চিভের সঙ্গে ৷ শ্রিয়া-আন্দ্রেই-এর সঙ্গে তাপসী নিজের ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে ৷ ছবির সঙ্গে তাপসী লেখেন, ‘‘তোমাদের সঙ্গে সাক্ষাৎ আমার কাছে বিশেষ মুহূর্ত ৷ তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে মুম্বইয়ে ৷’’
advertisement
advertisement
তামিল, তেলুগুর পাশাপাশি হিন্দি ছবিতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন শ্রিয়া ৷ বলিউডে তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল ‘তুঝে মেরি কসম’, ‘থোড়া তুম বদলো থোড়া হম’, ‘আওয়রাপন’, ‘মিশন ইস্তানবুল’, ‘গলি গলি চোর হ্যায়’, ‘জিলা গাজিয়াবাদ’, ‘সব কুশল মঙ্গল’ এবং ‘দৃশ্যম’ ৷ আরও একাধিক তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে কাজ করছেন তিনি ৷ সেগুলি মুক্তির অপেক্ষায় দিন গুনছে ৷ ২০১৮ সালে তাঁর রুশ প্রেমিক আন্দ্রেই কোশ্চিভকে বিয়ে করেন শ্রিয়া ৷
advertisement
অন্যদিকে, তাপসীর ছবি ‘হাসিন দিলরুবা’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে আগামী ২ জুলাই৷ এছাড়াও তিনি অভিনয় করছেন মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিতু’-তে ৷ অনুরাগ কশ্যপের ‘দোবারা’ ছবিতেও তাঁর অভিনয় দেখতে আগ্রহী দর্শকরা ৷
একগুচ্ছ নতুন ছবি মুক্তির আগে রুশ দেশের রূপকথার মতো ছুটি কাটালেন তাপসী ৷ নেটিজেনরা তাঁর ‘মস্কো ডায়েরি’-র ছবি নিয়ে উচ্ছ্বসিত ৷ মস্কোর রাজপথে জেব্রা ক্রসিং পেরিয়ে হেঁটে যাচ্ছেন তাপসী ৷ তাঁর পরনে সাদা শাড়ি নীল ব্লাউজ এবং পায়ে স্নিকার্স ৷ তাপসীর দৃপ্ত ভঙ্গি নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Taapsee Pannu: মস্কোয় ছুটির মধ্যে বলিউডের আর এক অভিনেত্রী ও তাঁর রুশ স্বামীর সঙ্গে দেখা তাপসীর
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement