Home /News /entertainment /
নিরমা গার্লের মতো জামা পরায় ট্রোলড হলেন স্বরা ভাস্কর

নিরমা গার্লের মতো জামা পরায় ট্রোলড হলেন স্বরা ভাস্কর

Photo: Instagram

Photo: Instagram

ছিল ‘বীরে দি ওয়েডিং’-এর মিউজিক লঞ্চের অনুষ্ঠান ৷ সেজেগুজে সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন ছবির একগুচ্ছ তারকা ৷ ছিলেন ছবির চার নায়িকা ৷ করিনা কাপুর, সোনম কাপুর আহুজা, শিখা তালসানিয়া এবং স্বরা ভাস্কর ৷ কিন্তু গোল বাঁধল স্বরার কস্টিউম নিয়ে ৷

আরও পড়ুন...
 • Share this:

  #মুম্বই: ছিল ‘বীরে দি ওয়েডিং’-এর মিউজিক লঞ্চের অনুষ্ঠান ৷ সেজেগুজে সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন ছবির একগুচ্ছ তারকা ৷ ছিলেন ছবির চার নায়িকা ৷ করিনা কাপুর, সোনম কাপুর আহুজা, শিখা তালসানিয়া এবং স্বরা ভাস্কর ৷ কিন্তু গোল বাঁধল স্বরার কস্টিউম নিয়ে ৷ অ্যাটেলিয়ার জুহরার সাদা সিক্যুইন শর্ট ড্রেসে অনুষ্ঠানে উপস্থিত হন নায়িকা ৷ কিন্তু সেই ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড হতেই ট্রোলড হন স্বরা ৷ নেটিজেনরা তাঁর পোশাকের সঙ্গে ওয়াশিং পাউডার নিরমার বিজ্ঞাপনে দেখানো সেই ছোট্ট মেয়েটির তুলনা টানেন ৷ স্বরার পোশাকের সঙ্গে নিরমা গার্লের পোশাকের মিল থাকায় নানারকম হাস্যকৌতূকে ভরে যায় সোশ্যালের দেওয়াল ৷ অনেকে বলেন, ‘নিরমাওয়ালি দিদি মিল গ্যায়ি’ ৷ কেউ কেউ আবার বলেন, স্বরাই আসলে সেই নিরমা গার্ল যাকে এতদিনে খুঁজে পাওয়া গেল ৷

  আরও পড়ুন: IN PICS: বীরে দি ওয়েডিং-এর মিউজিক লঞ্চ, উপস্থিত ছিলেন ছবির নায়িকারা

  তবে ট্রোলড হলেও বিষয়টাকে বেশ হালকা চালেই নেন স্বরা ৷ একটুও না রেগে বরং হাসির অভিব্যক্তি দিয়ে নিরমা গার্লের সঙ্গে তাঁর তুলনাকে মেনে নিতে দেখা যায় নায়িকাকে ৷

  First published:

  Tags: Nirma, Swara Bhaske, Trolling, Veere Di Wedding

  পরবর্তী খবর