নিরমা গার্লের মতো জামা পরায় ট্রোলড হলেন স্বরা ভাস্কর

Last Updated:

ছিল ‘বীরে দি ওয়েডিং’-এর মিউজিক লঞ্চের অনুষ্ঠান ৷ সেজেগুজে সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন ছবির একগুচ্ছ তারকা ৷ ছিলেন ছবির চার নায়িকা ৷ করিনা কাপুর, সোনম কাপুর আহুজা, শিখা তালসানিয়া এবং স্বরা ভাস্কর ৷ কিন্তু গোল বাঁধল স্বরার কস্টিউম নিয়ে ৷

#মুম্বই: ছিল ‘বীরে দি ওয়েডিং’-এর মিউজিক লঞ্চের অনুষ্ঠান ৷ সেজেগুজে সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন ছবির একগুচ্ছ তারকা ৷ ছিলেন ছবির চার নায়িকা ৷ করিনা কাপুর, সোনম কাপুর আহুজা, শিখা তালসানিয়া এবং স্বরা ভাস্কর ৷ কিন্তু গোল বাঁধল স্বরার কস্টিউম নিয়ে ৷
অ্যাটেলিয়ার জুহরার সাদা সিক্যুইন শর্ট ড্রেসে অনুষ্ঠানে উপস্থিত হন নায়িকা ৷ কিন্তু সেই ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড হতেই ট্রোলড হন স্বরা ৷ নেটিজেনরা তাঁর পোশাকের সঙ্গে ওয়াশিং পাউডার নিরমার বিজ্ঞাপনে দেখানো সেই ছোট্ট মেয়েটির তুলনা টানেন ৷ স্বরার পোশাকের সঙ্গে নিরমা গার্লের পোশাকের মিল থাকায় নানারকম হাস্যকৌতূকে ভরে যায় সোশ্যালের দেওয়াল ৷ অনেকে বলেন, ‘নিরমাওয়ালি দিদি মিল গ্যায়ি’ ৷ কেউ কেউ আবার বলেন, স্বরাই আসলে সেই নিরমা গার্ল যাকে এতদিনে খুঁজে পাওয়া গেল ৷
advertisement
advertisement
তবে ট্রোলড হলেও বিষয়টাকে বেশ হালকা চালেই নেন স্বরা ৷ একটুও না রেগে বরং হাসির অভিব্যক্তি দিয়ে নিরমা গার্লের সঙ্গে তাঁর তুলনাকে মেনে নিতে দেখা যায় নায়িকাকে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিরমা গার্লের মতো জামা পরায় ট্রোলড হলেন স্বরা ভাস্কর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement