‘দয়া করে JNU-র পাশে দাঁড়ান’, লাইভ ভিডিওয় কেঁদে ফেললেন স্বরা ভাস্কর
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#নয়াদিল্লি: ফের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-তে রক্তক্ষয়ী হামলার ঘটনা দেখল গোটা দেশ ৷ রবিবার সন্ধ্যায় মুখে মুখোশ পরা কিছু দুষ্কৃতীএক অতর্কিতে জেএনইউ ক্যাম্পাসের তিনটি হস্টেলে হামলা চালায় বলে খবর ৷ হামলায় মাথা ফেটেছে ছাত্র ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষের ৷
জহওরলাল ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের তরফে অভিযোগ, অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ সকলেরই মুখ মুখোশে ঢাকা ছিল ৷ দুষ্কৃতীরা সকলেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আশ্রিত বলে জানিয়েছেন তাঁরা। সরাসরি এভিবিপি-র দিকে আঙুল তুলেছেন স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা ৷
এই ঘটনার তীব্র নিন্দা করে নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ সকলকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জমায়েত হওয়ার আহ্বান জানান ৷ এবিভিপি-র এই তাণ্ডব ও দিল্লি পুলিশের নীরবতার প্রতিবাদে বাবা গঙ্গনাথ মার্গের সামনে জনসমাবেশের ডাক দিলেন স্বরা ৷
advertisement
advertisement
Urgent appeal!!!! To all Delhiites PLS gather in large numbers outside the Main Gate of JNU campus on Baba Gangnath Marg.. to pressure the govt. & #DelhiPolice to stop the rampage by alleged ABVP masked goons on JNU campus. PLS PLS share to everyone in Delhi! 9pm on 5th. Jan pic.twitter.com/IXgvvazoSn
— Swara Bhasker (@ReallySwara) January 5, 2020
advertisement
আজকের ঘটনার প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জনা পঞ্চাশেক দুষ্কৃতী সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ জেএনইউ ক্যাম্পাসে ঢোকে ৷ ভয় পেয়ে ছাত্রছাত্রীরা তখন এক অধ্যাপককে ফোন করে সাহায্য চান ৷ স্টুডেন্টস ইউনিয়নের সহ-সভাপতি শাকেত মুন জানান, দুষ্কৃতীরা প্রতিটি ঘরে ঢুকে ছাত্রছাত্রদের এলোপাথারে মারতে থাকে ৷ শাকেত অভিযোগ করেন, নিরাপত্তারক্ষীরা নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন ৷ বাধাহীন ভাবেই এরপর হস্টেলে ঢুকে পড়ে দুষ্কৃতীরা ৷ বড় বড় পাথর ছুঁড়তে থাকে ৷ কয়েকটি গাড়ি পার্ক করা ছিল হস্টেলের বাইরে ৷ সেগুলিও ভেঙে দেয় তারা ৷ যে অধ্যাপকরা ছাত্রদের বাঁচাতে আসেন তাঁদেরও মারধর করা হয় ৷
advertisement
এরপর ঘরে ঢুকে ঐশীকে মারাত্মভাবে মারধর করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় মারাত্মকভাবে জখম হন ঐশী ৷ তাঁর মাথা ফেটে যায় ৷ ঐশীকে এআইআইএমএস-এ নিয়ে যাওয়া হয়েছে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2020 9:50 PM IST