‘সদ্য ফোঁটা পদ্মে তোমায় মনে রাখব’, ইরফানকে নিয়ে আবেগঘন পোস্ট স্ত্রী সুতপার

Last Updated:

প্রায় দু’মাস কাটতে চলল, তিনি নেই ৷ কিন্তু তাঁর সদর্প উপস্থিতি ফুটন্ত পদ্মে, স্ত্রী সুতপার স্মৃতিতে, লেখায় ৷

#মুম্বই: তাঁর লাগানো পদ্ম কুঁড়িগুলো আজ পাপড়ি মেলেছে ৷ আকাশের দিকে মাথা তুলে জানান দিচ্ছে তাদের উপস্থিতি ৷ কিন্তু তাদের এই বেড়ে ওঠা আর দেখা হল না ইরফানের ৷ প্রায় দু’মাস কাটতে চলল, তিনি নেই ৷ কিন্তু তাঁর সদর্প উপস্থিতি ফুটন্ত পদ্মে, স্ত্রী সুতপার স্মৃতিতে, লেখায় ৷
রক্তকরবীর ঝরে পড়া পাতায়, ফুটন্ত পদ্মে ফের ইরফানের স্পর্শ ৷ এভাবেই ইরফানকে আঁকড়েই দিন কাটছে সুতপা শিকদারের ৷ ইরফান খানের লাগানো কুঁড়িগুলোকে ফুটতে দেখে ফের তাঁর স্মৃতিতেই ডুব দিলেন সুতপা ৷ ফুটন্ত পদ্মের ছবি পোস্ট করে সদ্য প্রয়াত স্বামীকে খোলা চিঠি স্ত্রীয়ের ৷ লিখলেন, ‘পদ্মগুলো দেখে তোমার কথা মনে পড়ছে ইরফান ৷ এগুলোকে কত কষ্ট করে বোতলে বড় করেছ তুমি ৷ কত কষ্ট সহ্য করে শেষে ওদের ফুটে ওঠার জন্যও এই জায়গাটা তৈরি করে দিয়েছ ৷’
advertisement
মস্তিষ্কের এক বিশেষ ধরনের ক্যান্সারে ২০১৮ সালে আক্রান্ত হয়েছিলেন ইরফান খান । শেষমেশ লড়াইটা হেরেই যান 'পান সিং তোমার' । ২৯ এপ্রিল সিনে দুনিয়ার প্রিয় মকবুল নিলেন চিরবিদায় ৷ তবু কলেজ জীবনের প্রেমিকা, জীবনসঙ্গিনী, তাঁর দুই সন্তানের মা- সুতপা শিকদারের লেখায় বারবার ফিরে এসেছেন ইরফান । কখনও সুতপা লিখেছেন, ‘আমি কিছু হারাইনি, শুধুই পেয়েছি ।’ কখনও লিখেছেন ‘আবার আমাদের দেখা হবে । এই ঠিক-ভুলের দুনিয়া ছেড়ে অন্য কোনও দুনিয়ায় আবার আমরা ঘাসের উপর শুয়ে শুয়ে বিশ্বের যাবতীয় কথোপকথন করব আমরা। এখন শুধুই সময়ের অপেক্ষা । খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের ।’
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সদ্য ফোঁটা পদ্মে তোমায় মনে রাখব’, ইরফানকে নিয়ে আবেগঘন পোস্ট স্ত্রী সুতপার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement