‘সদ্য ফোঁটা পদ্মে তোমায় মনে রাখব’, ইরফানকে নিয়ে আবেগঘন পোস্ট স্ত্রী সুতপার
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
প্রায় দু’মাস কাটতে চলল, তিনি নেই ৷ কিন্তু তাঁর সদর্প উপস্থিতি ফুটন্ত পদ্মে, স্ত্রী সুতপার স্মৃতিতে, লেখায় ৷
#মুম্বই: তাঁর লাগানো পদ্ম কুঁড়িগুলো আজ পাপড়ি মেলেছে ৷ আকাশের দিকে মাথা তুলে জানান দিচ্ছে তাদের উপস্থিতি ৷ কিন্তু তাদের এই বেড়ে ওঠা আর দেখা হল না ইরফানের ৷ প্রায় দু’মাস কাটতে চলল, তিনি নেই ৷ কিন্তু তাঁর সদর্প উপস্থিতি ফুটন্ত পদ্মে, স্ত্রী সুতপার স্মৃতিতে, লেখায় ৷
রক্তকরবীর ঝরে পড়া পাতায়, ফুটন্ত পদ্মে ফের ইরফানের স্পর্শ ৷ এভাবেই ইরফানকে আঁকড়েই দিন কাটছে সুতপা শিকদারের ৷ ইরফান খানের লাগানো কুঁড়িগুলোকে ফুটতে দেখে ফের তাঁর স্মৃতিতেই ডুব দিলেন সুতপা ৷ ফুটন্ত পদ্মের ছবি পোস্ট করে সদ্য প্রয়াত স্বামীকে খোলা চিঠি স্ত্রীয়ের ৷ লিখলেন, ‘পদ্মগুলো দেখে তোমার কথা মনে পড়ছে ইরফান ৷ এগুলোকে কত কষ্ট করে বোতলে বড় করেছ তুমি ৷ কত কষ্ট সহ্য করে শেষে ওদের ফুটে ওঠার জন্যও এই জায়গাটা তৈরি করে দিয়েছ ৷’
advertisement
মস্তিষ্কের এক বিশেষ ধরনের ক্যান্সারে ২০১৮ সালে আক্রান্ত হয়েছিলেন ইরফান খান । শেষমেশ লড়াইটা হেরেই যান 'পান সিং তোমার' । ২৯ এপ্রিল সিনে দুনিয়ার প্রিয় মকবুল নিলেন চিরবিদায় ৷ তবু কলেজ জীবনের প্রেমিকা, জীবনসঙ্গিনী, তাঁর দুই সন্তানের মা- সুতপা শিকদারের লেখায় বারবার ফিরে এসেছেন ইরফান । কখনও সুতপা লিখেছেন, ‘আমি কিছু হারাইনি, শুধুই পেয়েছি ।’ কখনও লিখেছেন ‘আবার আমাদের দেখা হবে । এই ঠিক-ভুলের দুনিয়া ছেড়ে অন্য কোনও দুনিয়ায় আবার আমরা ঘাসের উপর শুয়ে শুয়ে বিশ্বের যাবতীয় কথোপকথন করব আমরা। এখন শুধুই সময়ের অপেক্ষা । খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের ।’
advertisement
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2020 6:38 PM IST