বোনের রাস্তাতে এ বার দিদি! ২২ বছরের বিয়ে ভেঙে দিলেন হৃত্বিক রোশনের প্রাক্তন শ্যালিকা

Last Updated:

ফারহা লিখেছেন, বিচ্ছেদ হলেও খুব ভাল বন্ধু তাঁরা, আর সারাজীবন সেটাই থাকবেন । গত ৯ বছর ধরে তাঁদের বিবাহিত সম্পর্কে পরিবর্তন এসেছিল । দম্পতি থেকে এখন প্রিয় বন্ধু হয়ে গিয়েছেন তাঁরা ।

#মুম্বই: বলিউডের অন্যতম হট ফেভারিট জুটি ছিলেন তাঁরা । হৃত্বিক রোশন আর সুজান খান । ছোটবেলার প্রেম থেকে বিয়ে । দুই সন্তান নিয়ে সুখী সংসার । হঠাৎই সেই সম্পর্কে লাগে বিচ্ছেদের কালো ছায়া । ১৪ বছরের বিবাহিত সম্পর্ক ভেঙে যায় হৃত্বিক-সুজানের । এ বার সেই একই পথে সুজানের দিদি ফারহা খান আলি ।
স্বামী ডিজে অ্যাকুয়েলের সঙ্গে ২২ বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন সুজানের দিদি ফারহা । সুজানের থেকে নয় বছরের বড় তিনি । ফারহা এখন ৫১, সুজান ৪২ । জনপ্রিয় জুয়েলারি ডিজাইনার ফারহা জানিয়েছেন, স্বামী ডিজেঅ্যাকুয়েলের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের কথা । একটি ইনস্টাগ্রাম পোস্টে সম্প্রতি এই ঘোষণা করেছেন ফারহা ।
লিখেছেন, ‘হ্যাপিলি সেপারেটেড’ । ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছিল ফারহা আর অ্যাকুয়েলের । তাঁদের এক ছেলে এক মেয়ে, আজান আর ফিজা । তবে ফারহা লিখেছেন, বিচ্ছেদ হলেও খুব ভাল বন্ধু তাঁরা, আর সারাজীবন সেটাই থাকবেন । গত ৯ বছর ধরে তাঁদের বিবাহিত সম্পর্কে পরিবর্তন এসেছিল । দম্পতি থেকে এখন প্রিয় বন্ধু হয়ে গিয়েছেন তাঁরা । একে অপরের প্রতি কোনও বিদ্বেষ নেই । শুধু তাই নয়, তাঁদের এই বিচ্ছেদের জন্য কোনও তৃতীয় ব্যক্তি দায়ী নন, সেটাও পরিষ্কার লিখেছেন ফারহা ।
advertisement
advertisement
advertisement
দু’জনে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন । সন্তানদের জন্য তাঁরা সবসময় নিজেদের সেরাটুকু দিতে তৈরি, যদিও এখন আর তাঁদের মধ্যে স্বামী-স্ত্রী’র সম্পর্ক নেই । তবে অ্যাখুয়েল সবসময় তাঁর পরিবারের একজন থাকবেন, এটাও লিখেছেন ফারহা । তাঁদের এই সিদ্ধান্ত সকলে মেনে নেবেন এবং তাঁদের কাঠগোড়ায় দাঁড় করাবেন না এমনটাও আশা রাখেন বলে লিখেছেন ফারহা । শেষ পর্যন্ত দু’জনের ভাল থাকা, শান্তিতে থাকাটা জরুরি, আর সেই কারণেই এই সিদ্ধান্ত, এমনটাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সুজান খানের দিদি ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বোনের রাস্তাতে এ বার দিদি! ২২ বছরের বিয়ে ভেঙে দিলেন হৃত্বিক রোশনের প্রাক্তন শ্যালিকা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement