বোনের রাস্তাতে এ বার দিদি! ২২ বছরের বিয়ে ভেঙে দিলেন হৃত্বিক রোশনের প্রাক্তন শ্যালিকা

Last Updated:

ফারহা লিখেছেন, বিচ্ছেদ হলেও খুব ভাল বন্ধু তাঁরা, আর সারাজীবন সেটাই থাকবেন । গত ৯ বছর ধরে তাঁদের বিবাহিত সম্পর্কে পরিবর্তন এসেছিল । দম্পতি থেকে এখন প্রিয় বন্ধু হয়ে গিয়েছেন তাঁরা ।

#মুম্বই: বলিউডের অন্যতম হট ফেভারিট জুটি ছিলেন তাঁরা । হৃত্বিক রোশন আর সুজান খান । ছোটবেলার প্রেম থেকে বিয়ে । দুই সন্তান নিয়ে সুখী সংসার । হঠাৎই সেই সম্পর্কে লাগে বিচ্ছেদের কালো ছায়া । ১৪ বছরের বিবাহিত সম্পর্ক ভেঙে যায় হৃত্বিক-সুজানের । এ বার সেই একই পথে সুজানের দিদি ফারহা খান আলি ।
স্বামী ডিজে অ্যাকুয়েলের সঙ্গে ২২ বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন সুজানের দিদি ফারহা । সুজানের থেকে নয় বছরের বড় তিনি । ফারহা এখন ৫১, সুজান ৪২ । জনপ্রিয় জুয়েলারি ডিজাইনার ফারহা জানিয়েছেন, স্বামী ডিজেঅ্যাকুয়েলের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের কথা । একটি ইনস্টাগ্রাম পোস্টে সম্প্রতি এই ঘোষণা করেছেন ফারহা ।
লিখেছেন, ‘হ্যাপিলি সেপারেটেড’ । ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছিল ফারহা আর অ্যাকুয়েলের । তাঁদের এক ছেলে এক মেয়ে, আজান আর ফিজা । তবে ফারহা লিখেছেন, বিচ্ছেদ হলেও খুব ভাল বন্ধু তাঁরা, আর সারাজীবন সেটাই থাকবেন । গত ৯ বছর ধরে তাঁদের বিবাহিত সম্পর্কে পরিবর্তন এসেছিল । দম্পতি থেকে এখন প্রিয় বন্ধু হয়ে গিয়েছেন তাঁরা । একে অপরের প্রতি কোনও বিদ্বেষ নেই । শুধু তাই নয়, তাঁদের এই বিচ্ছেদের জন্য কোনও তৃতীয় ব্যক্তি দায়ী নন, সেটাও পরিষ্কার লিখেছেন ফারহা ।
advertisement
advertisement
advertisement
দু’জনে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন । সন্তানদের জন্য তাঁরা সবসময় নিজেদের সেরাটুকু দিতে তৈরি, যদিও এখন আর তাঁদের মধ্যে স্বামী-স্ত্রী’র সম্পর্ক নেই । তবে অ্যাখুয়েল সবসময় তাঁর পরিবারের একজন থাকবেন, এটাও লিখেছেন ফারহা । তাঁদের এই সিদ্ধান্ত সকলে মেনে নেবেন এবং তাঁদের কাঠগোড়ায় দাঁড় করাবেন না এমনটাও আশা রাখেন বলে লিখেছেন ফারহা । শেষ পর্যন্ত দু’জনের ভাল থাকা, শান্তিতে থাকাটা জরুরি, আর সেই কারণেই এই সিদ্ধান্ত, এমনটাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সুজান খানের দিদি ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
বোনের রাস্তাতে এ বার দিদি! ২২ বছরের বিয়ে ভেঙে দিলেন হৃত্বিক রোশনের প্রাক্তন শ্যালিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement