• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কখনও বয়ফ্রেন্ডের পিঠে, কখনও ঘাড়ে, কখনও বুকের উপর... ভিডিও শেয়ার করলেন সুস্মিতা সেন

কখনও বয়ফ্রেন্ডের পিঠে, কখনও ঘাড়ে, কখনও বুকের উপর... ভিডিও শেয়ার করলেন সুস্মিতা সেন

এবার সেই রোম্যান্সের ভিডিও শেয়ার করে দিলেন সোশ্যাল মিডিয়ায় ৷

এবার সেই রোম্যান্সের ভিডিও শেয়ার করে দিলেন সোশ্যাল মিডিয়ায় ৷

এবার সেই রোম্যান্সের ভিডিও শেয়ার করে দিলেন সোশ্যাল মিডিয়ায় ৷

 • Share this:

  #মুম্বই: বহুদিন তিনি সিনেমার জগত থেকে বাইরে ৷ মডেলিংয়ের দুনিয়া থেকেও দূরে ৷ কিন্তু খবর থেকে মোটেও দূরে নন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ৷ বয়ফ্রেন্ড রোহমান শল আর দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে দিব্যি সুখে সংসার করছেন বং-সুন্দরী ৷ কখনও ভিনদেশে যাচ্ছেন ট্যুরে, কখনও বাড়িতেই সেলিব্রেট করছেন মিস ইউনিভার্স হওয়ার ২৫ বছর পূর্তির দিনটি ৷ কখনও মেয়েদের নিয়ে আউটিংয়ে যাচ্ছেন, কখনও বয়ফ্রেন্ডের সঙ্গে রোম্যান্স করছেন ৷ এবার সেই রোম্যান্সের ভিডিও শেয়ার করে দিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ আসলে এই রোম্যান্স বেডরুমের উষ্ণতা নয় ৷ শরীরচর্চার সময়ের ‘হট অ্যান্ড সেক্সি’ ভিডিও শেয়ার করেছেন সুস্মিতা ৷ সেই ভিডিওতে কখনও বয়ফ্রেন্ডের পিঠে, কখনও ঘাড়ে, কখনও বুকের উপর উঠে কঠোর অনুশীলন করতে দেখা গিয়েছে সুস্মিতাকে ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে ২ লাখ লাইক পড়ে তাতে ৷ দেখুন সেই ভিডিও---

  First published: