'চাপ্পা চাপ্পা চরখা চলে' গান গেয়ে চন্দ্রচূড় সিংকে স্বাগত জানালেন সুস্মিতা সেন ! দেখুন ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
চন্দ্রচূড় সিংকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল ২০১৭ সালে।
#মুম্বই: বহুদিন পর ফের পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা চন্দ্রচুড় সিং। সুস্মিতা সেন অভিনীত ছবি আরিয়াতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে সুস্মিতার স্বামীর চরিত্রে অভিনয় করছেন তিনি। ডিজনি প্লাস হটস্টারে আসন্ন সিরিজ় ‘আরিয়া’র ট্রেলার মুক্তি পেল সম্প্রতি। টিজ়ারে সুস্মিতাকে ওয়র্কআউট করতে দেখা গিয়েছিল। এ বার ট্রেলারে পুরোদস্তুর অ্যাকশন অবতারে দেখা যাচ্ছে সুস্মিতাকে। ড্রাগ র্যাকেটের প্রেক্ষাপটে তৈরি এই কাহিনিতে ‘ডন’-এর ভূমিকায় দেখা যাবে আরিয়াকে। তার পরিবারকে রক্ষা করতেই এই পদক্ষেপ। ২০১৫ সালে বাংলা ছবি ‘নির্বাক’-এ শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল সুস্মিতাকে। তাঁর শেষ হিন্দি ছবি বলতে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত 'নো প্রবলেম'। ১৯ জুন মুক্তি পাবে এই ছবি। তবে চন্দ্রচূড় সিংকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল ২০১৭ সালে।
চেহাড়ায় বেশ বয়সের ছাপ এসেছে এই অভিনেতার। তবে অভিনয়ে একই রকম দক্ষ তিনি। সম্প্রতি সুস্মিতা সেন তাঁর ইনস্টা প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। সুস্মিতা সেনের বাড়িতে চলছে 'আরিয়া'র পার্টি। সেখানেই রয়েছেন অভিনেতা। অভিনেতাকে জড়িয়ে ধরে ইউনিটের বাকি সকলে মিলে গাইছেন গান। চন্দ্রচূড় অভিনীত ছবির গান 'চাপ্পা চাপ্পা চরখা চলে' গেয়ে তাঁকে স্বাগত জানাচ্ছেন সকলে। এই ভিডিও শেয়ার করে সুস্মিতা লিখেছেন, " ওয়েলকাম ব্যাক চন্দ্রচূড় সিং। 'আরিয়া'য় অভিনয় করার জন্য অনেক ধন্যবাদ। তোমার উপস্থিতি আমাকে স্পেশাল করে তুলেছিল।"
advertisement
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2020 12:09 AM IST