‘অঙ্কিতাকে মিস করতেন আর রিয়ার সঙ্গে....’, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন সুশান্তের চিকিৎসক

Last Updated:

সম্প্রতি তাঁর চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷

মুম্বই: কেন আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত ৷ বলিউডের এই জনপ্রিয় অভিনেতার আত্মহননের পর থেকেই একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ মানসিক অবসাদের জেরেই এই চরম পরিণতি বলে প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে ৷ কিন্ত কী কারণে এত মানসিক অবসাদে ভুগচ্ছিলেন এই তারকা ? সবার মনেই একটাই প্রশ্ন ৷ অঙ্কিতা লোখান্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়া, কাজের টেনশন, প্রযোজকদের সঙ্গে মতবিরোধ, রিয়ার সঙ্গে টেনশন, প্রোডাকশন হাউসগুলির তরফে তাঁকে বয়কট করা সহ একাধিক কারণ উঠে এসেছে ৷
জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগচ্ছিলেন সুশান্ত ৷ এর জন্য চিকিৎসকের সাহায্য নিয়েছিলেন ৷ সম্প্রতি তাঁর চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷
গত ৬ মাস ধরে মারাত্মক ডিপ্রেশনে ভুগচ্ছিলেন তিনি ৷ তাঁর ঘর থেকে ওষুধ ও চিকিৎসকের ফাইল উদ্ধার করেছে পুলিশ ৷ চিকিৎসক জানিয়েছেন, গত ৬ মাস ধরে চিকিৎসার জন্য সুশান্ত তাঁর কাছে যেতেন এবং জানিয়েছিলেন ১ বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লডা়ই করে চলেছেন ৷
advertisement
advertisement
নিজের ব্যক্তিগত সম্পর্ক সম্বন্ধেও অনেক কথা চিকিৎসকের কাছে শেয়ার করেছিলেন ৷ জানিয়েছিলেন অঙ্কিতার সঙ্গে ব্রেকআপের পর কিছুদিন সব ঠিকই ছিল ৷ কিন্তু পরে তাঁর লাভ লাইফে কিছু ঠিক চলছিল না ৷ অঙ্কিতার পর কৃতি শ্যানন তাঁর জীবনে আসে ৷ কিন্তু এই সম্পর্ক অল্প সময়ের মধ্যেই ভেঙে যায় ৷ দীর্ঘ দিন রাতে ঘুম আসত না বলেও জানিয়েছিলেন সুশান্ত ৷ বন্ধুদের মাধ্যমে রিয়ার সঙ্গে আলাপ হয় তাঁর ৷ এরপর সম্পর্ক শুরু হয় এবং তারা এক সঙ্গে থাকতে শুরু করেন ৷ সুশান্ত জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় রিয়াকে নিয়ে সুশান্ত একটি পোস্ট করায় রিয়ার তার সঙ্গে ঝামেলা করেছিলেন এবং পোস্ট ডিলিট করার জন্য বাধ্য করেছিলেন ৷
advertisement
পুলিশি জিজ্ঞাসাবাদে চিকিৎসক আরও জানান, অঙ্কিতাকে মিস করতে সুশান্ত ৷ তাকে ভুলতে পারছিলেন না ৷ তিনি বুঝতে পেরেছিলেন অঙ্কিতার সঙ্গে ব্রেকআপ করা তার ভুল হয়েছিল ৷ গত ৬ মাসে মাত্র ৩ বার চিকিৎসকের সঙ্গে দেখা করেছিলেন সুশান্ত ৷ লকডাউনের আগে চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিন্ত তার লকডাউন শুরু হয়ে যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘অঙ্কিতাকে মিস করতেন আর রিয়ার সঙ্গে....’, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন সুশান্তের চিকিৎসক
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement