মুম্বই: কেন আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত ৷ বলিউডের এই জনপ্রিয় অভিনেতার আত্মহননের পর থেকেই একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ মানসিক অবসাদের জেরেই এই চরম পরিণতি বলে প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে ৷ কিন্ত কী কারণে এত মানসিক অবসাদে ভুগচ্ছিলেন এই তারকা ? সবার মনেই একটাই প্রশ্ন ৷ অঙ্কিতা লোখান্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়া, কাজের টেনশন, প্রযোজকদের সঙ্গে মতবিরোধ, রিয়ার সঙ্গে টেনশন, প্রোডাকশন হাউসগুলির তরফে তাঁকে বয়কট করা সহ একাধিক কারণ উঠে এসেছে ৷
জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগচ্ছিলেন সুশান্ত ৷ এর জন্য চিকিৎসকের সাহায্য নিয়েছিলেন ৷ সম্প্রতি তাঁর চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷
গত ৬ মাস ধরে মারাত্মক ডিপ্রেশনে ভুগচ্ছিলেন তিনি ৷ তাঁর ঘর থেকে ওষুধ ও চিকিৎসকের ফাইল উদ্ধার করেছে পুলিশ ৷ চিকিৎসক জানিয়েছেন, গত ৬ মাস ধরে চিকিৎসার জন্য সুশান্ত তাঁর কাছে যেতেন এবং জানিয়েছিলেন ১ বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লডা়ই করে চলেছেন ৷
নিজের ব্যক্তিগত সম্পর্ক সম্বন্ধেও অনেক কথা চিকিৎসকের কাছে শেয়ার করেছিলেন ৷ জানিয়েছিলেন অঙ্কিতার সঙ্গে ব্রেকআপের পর কিছুদিন সব ঠিকই ছিল ৷ কিন্তু পরে তাঁর লাভ লাইফে কিছু ঠিক চলছিল না ৷ অঙ্কিতার পর কৃতি শ্যানন তাঁর জীবনে আসে ৷ কিন্তু এই সম্পর্ক অল্প সময়ের মধ্যেই ভেঙে যায় ৷ দীর্ঘ দিন রাতে ঘুম আসত না বলেও জানিয়েছিলেন সুশান্ত ৷ বন্ধুদের মাধ্যমে রিয়ার সঙ্গে আলাপ হয় তাঁর ৷ এরপর সম্পর্ক শুরু হয় এবং তারা এক সঙ্গে থাকতে শুরু করেন ৷ সুশান্ত জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় রিয়াকে নিয়ে সুশান্ত একটি পোস্ট করায় রিয়ার তার সঙ্গে ঝামেলা করেছিলেন এবং পোস্ট ডিলিট করার জন্য বাধ্য করেছিলেন ৷
পুলিশি জিজ্ঞাসাবাদে চিকিৎসক আরও জানান, অঙ্কিতাকে মিস করতে সুশান্ত ৷ তাকে ভুলতে পারছিলেন না ৷ তিনি বুঝতে পেরেছিলেন অঙ্কিতার সঙ্গে ব্রেকআপ করা তার ভুল হয়েছিল ৷ গত ৬ মাসে মাত্র ৩ বার চিকিৎসকের সঙ্গে দেখা করেছিলেন সুশান্ত ৷ লকডাউনের আগে চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিন্ত তার লকডাউন শুরু হয়ে যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rhea Chakraborty, Sushant singh Rajput, Sushant Singh Rajput Suicide