‘বলিউডের পরবর্তী বাদশাহ হব আমি, মন্নত বানাব!’ এটাই বলতেন সুশান্ত, স্মৃতিচারণা ঘনিষ্ঠ বন্ধুর
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সবক্ষেত্রেই কিং খানের পায়ের ছাপ অনুসরণ করতেন সুশান্ত । চেয়েছিলেন, তিনিও একদিন নিজের ‘মন্নত’ তৈরি করবেন ।
#মুম্বই: SRK-র মতো তিনি ছিলেন SSR, নিজেকে এমন নিক নামে ডাকতেই পছন্দ করতেন সুশান্ত । শাহরুখ খানের জন্য পাগল ছিলেন । এসআরকে-র প্রতিটি ডায়লগ, প্রত্যেকটা মুভমেন্ট ছিল তাঁর নখদর্পণে । প্রচণ্ড ভালও বাসতেন কিং খানকে ।
বন্ধুর স্মৃতিচারণা করলেন সুশান্তের পুরনো সহকর্মী, ‘পবিত্র রিস্তা’র কো-স্টার মৃণালিনী ত্যাগী । তিনি জানালেন, সুশান্তের স্বপ্ন ছিল আকাশের মতো বড় । তিনি স্বপ্ন দেখতেন, একদিন তিনিই বলিউডের বাদশাহ হবেন । শাহরুখ যেমন ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে শক্ত জমি তৈরি করেছেন বলিউডের মাটিতে, তেমন তিনিও আউটসাইডার হয়েও দেখিয়ে দেবেন যে এটা সম্ভব । তাই সবক্ষেত্রেই কিং খানের পায়ের ছাপ অনুসরণ করতেন সুশান্ত । চেয়েছিলেন, তিনিও একদিন নিজের ‘মন্নত’ তৈরি করবেন ।
advertisement

advertisement
কিন্তু মাটি কামড়ে ধরতে পারলেন না সুশান্ত । অনেক অপূর্ণ স্বপ্ন, শখ, ইচ্ছা, আকাঙ্খা...পড়ে থাকল এই রক্ত মাংসের পৃথিবীতে । পড়ে রইল তাঁর প্রিয় টেলিস্কোপ, তাঁর বান্দ্রার সাজানো ফ্ল্যাট, প্রিয় পোষ্য, প্রিয়জনরা । শুধু তিনিই বিলীন হয়ে গেলেন তাঁর প্রিয় মহাকাশের সঙ্গে ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2020 5:01 PM IST