‘বলিউডের পরবর্তী বাদশাহ হব আমি, মন্নত বানাব!’ এটাই বলতেন সুশান্ত, স্মৃতিচারণা ঘনিষ্ঠ বন্ধুর

Last Updated:

সবক্ষেত্রেই কিং খানের পায়ের ছাপ অনুসরণ করতেন সুশান্ত । চেয়েছিলেন, তিনিও একদিন নিজের ‘মন্নত’ তৈরি করবেন ।

#মুম্বই: SRK-র মতো তিনি ছিলেন SSR, নিজেকে এমন নিক নামে ডাকতেই পছন্দ করতেন সুশান্ত । শাহরুখ খানের জন্য পাগল ছিলেন । এসআরকে-র প্রতিটি ডায়লগ, প্রত্যেকটা মুভমেন্ট ছিল তাঁর নখদর্পণে । প্রচণ্ড ভালও বাসতেন কিং খানকে ।
বন্ধুর স্মৃতিচারণা করলেন সুশান্তের পুরনো সহকর্মী, ‘পবিত্র রিস্তা’র কো-স্টার মৃণালিনী ত্যাগী । তিনি জানালেন, সুশান্তের স্বপ্ন ছিল আকাশের মতো বড় । তিনি স্বপ্ন দেখতেন, একদিন তিনিই বলিউডের বাদশাহ হবেন । শাহরুখ যেমন ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে শক্ত জমি তৈরি করেছেন বলিউডের মাটিতে, তেমন তিনিও আউটসাইডার হয়েও দেখিয়ে দেবেন যে এটা সম্ভব । তাই সবক্ষেত্রেই কিং খানের পায়ের ছাপ অনুসরণ করতেন সুশান্ত । চেয়েছিলেন, তিনিও একদিন নিজের ‘মন্নত’ তৈরি করবেন ।
advertisement
advertisement
কিন্তু মাটি কামড়ে ধরতে পারলেন না সুশান্ত । অনেক অপূর্ণ স্বপ্ন, শখ, ইচ্ছা, আকাঙ্খা...পড়ে থাকল এই রক্ত মাংসের পৃথিবীতে । পড়ে রইল তাঁর প্রিয় টেলিস্কোপ, তাঁর বান্দ্রার সাজানো ফ্ল্যাট, প্রিয় পোষ্য, প্রিয়জনরা । শুধু তিনিই বিলীন হয়ে গেলেন তাঁর প্রিয় মহাকাশের সঙ্গে ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বলিউডের পরবর্তী বাদশাহ হব আমি, মন্নত বানাব!’ এটাই বলতেন সুশান্ত, স্মৃতিচারণা ঘনিষ্ঠ বন্ধুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement