এখনও বিষন্ন ফাজ! দরজা খুললেই মনিবকে দেখার আশায় ছুটে যাচ্ছে সুশান্তের প্রিয় পোষ্য

Last Updated:

ফাজের মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে দেখে, ফাজকে নিয়ে আসা হয়েছে সুশান্তের পটনার বাড়িতে। কিন্তু সেখানে এসেও মনিবের জন্য পথ চেয়ে রয়েছে সে।

#মুম্বই: পশুরা বোধহয় অনেক বেশি সংবাদশীল। বিশেষ করে কুকুর । তাদের মতো প্রভুভক্ত প্রাণী খুব কম আছে । আর সুশান্তও তাঁর প্রিয় পোষ্যকে একেবারে সন্তানের মতোই ভালবাসতেন ।
সুশান্ত সিং রাজপুতের পোষা কুকুর একটি কালো ল্যাব্রাডর । তার নাম ফাজ । সুশান্তের অস্মাভাবিক মৃত্যুর পর থেকেই একেবারে মনমরা হয়ে গিয়েছিল ফাজ । খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিল । মাঝে একবার ভুয়ো খবর রটে ফাজ নাকি মারা গিয়েছে । তবে ফাজ মারা না গেলেও তার মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে দেখে, ফাজকে নিয়ে আসা হয়েছে সুশান্তের পটনার বাড়িতে।
advertisement
advertisement
advertisement
সেখানে সুশান্তের বাবা কেকে সিংয়ের সঙ্গেই দিন কাটছে তার । আসলে সুশান্তকে হারিয়ে দু’জনেই খুব অসহায় হয়ে পড়েছে । ফলে একে অপরকে নির্ভর করে দিন কাটছে তাদের। তবে এখনও সুশান্তকে ভুলতে পারেনি ফাজ । সম্প্রতি সুশান্তের ভাগ্নি মল্লিকা ফাজের একটি ভিডিও শেয়ার করেছে । সেখানে দেখা যাচ্ছে, দরজার দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে ফাজ । এখনও সে ভাবে সুশান্ত ঠিক ফিরে আসবে ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
এখনও বিষন্ন ফাজ! দরজা খুললেই মনিবকে দেখার আশায় ছুটে যাচ্ছে সুশান্তের প্রিয় পোষ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement