• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • OMG! বহুদিন পর ফিরল ‘সানি-ম্যাজিক’, বোল্ড ছবিতে উষ্ণ হল নেটদুনিয়া

OMG! বহুদিন পর ফিরল ‘সানি-ম্যাজিক’, বোল্ড ছবিতে উষ্ণ হল নেটদুনিয়া

সানি লিওন ৷ ছবি: সানি লিওনের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সৌজন্যে ৷

সানি লিওন ৷ ছবি: সানি লিওনের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সৌজন্যে ৷

 • Share this:

  #কলকাতা: সানি লিওন আর খবরের শিরোনাম দুটোই যেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ৷ কখনও সন্তান দত্তক নেওয়া তো কখনও তাঁর বায়োপিকের খবর ৷ কিন্তু ‘সানি ম্যাজিক’ বলতে যা বোঝায়, তা থেকে বঞ্চিত হচ্ছিলেন তাঁর গুণমুগ্ধরা ৷ অপেক্ষা করতে হয়েছে বেশ কয়েকটা মাস ৷ তবে সবুরে যে মেওয়া ফলে তা আরও একবার প্রমাণ পাওয়া গেল ৷

  নিজের ইনস্টাগ্রাম পেজে কয়েকটি সিজলিং ছবি আপলোড করেছেন সুন্দরী নিজেই৷ সেই ছবিগুলিতে ন্যুড কালারের অন্তর্বাস পরে একটি কাউচের উপর ফটোশ্যুট করেছেন সানি ৷ যে ছবিগুলি এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল ৷

  সবে কেটেছে তাঁর জন্মদিন ৷ জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুগামীরা ৷ ভক্তরা মনে করছেন তাঁদের এই শুভেচ্ছা আর ভালবাসার রিটার্ন গিফটই এই সমস্ত বোল্ড ছবি ৷ যা দেখে বেজায় আপ্লুত গোটা পুরুষকুল ৷

  :)

  A post shared by Sunny Leone (@sunnyleone) on

  বলিউডের একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও তাঁর অতীত নিয়ে কৌতূহলের শেষ নেই। অনেকেই ভাবেন, তিনি বোধহয় পর্নস্টারই হতে চেয়েছিলেন। সেই ভুল ধারণা কাটাতেই নিজের জীবন নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হওয়াটা সানির কাছে জরুরি মনে হয়েছে ৷ পর্নস্টার হলেও তাঁর জীবনেও যে ভাঙাগড়া আছে, সংগ্রাম আছে তাইই সকলকে এই তথ্যচিত্রের মাধ্যমে জানাতে চান সানি ৷ সেই তথ্যচিত্র দেখার জন্য আরও কিছু সময়ের অপেক্ষা ৷ আপাতত ‘সানি ম্যাজিক’ওয়ালা ছবিতে মশগুল নেট দুনিয়া ৷

  First published: