Suhana Khan: মার্কিন মুলুকে নতুন অ্যাপার্টমেন্ট! সেলফিতে ধরা পড়ল শাহরুখ-কন্যা সুহানার বেডরুমের অন্দর সজ্জা

Last Updated:

ছবির পেছনেই উঁকি মারছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে তাঁর নতুন কেনা আ্যাপার্টমেন্টের বিলাসবহুল বেডরুম।

#মুম্বই: নজরে এল শাহরুখ খান (Shah Rukh Khan)-এর কন্যা সুহানা খান (Suhana Khan)-এর বিলাসবহুল বেডরুম এর ছবি। নিজের Instagram হ্যান্ডেল থেকে সেই ছবি নিজের অনুরাগীদের জন্য ভাগ করে নিলেন শাহরুখ-কন্যা নিজেই। সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে একটি সেলফি পোস্ট করেন সুহানা। সেখানে আয়নার সামনে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই ছবির পেছনেই উঁকি মারছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে তাঁর নতুন কেনা আ্যাপার্টমেন্টের বিলাসবহুল বেডরুম।
ছবিতে সুহানাকে দেখা গিয়েছে ফিটফাট পোশাকে। তাঁর পরনে ছিল সবুজ রঙের হাই-ওয়েস্ট ব্যাগি জিন্স আর জলপাই রঙের ক্রপ করা টপ। পায়ে সাদা রঙের স্নিকার্স। তাঁর পোশাকের মতোই ফিটফাট তাঁর বেডরুমও৷ সেলফিতে দেখা গিয়েছে তাঁর বেডরুমের যাবতীয় আসবাবপত্রের ছবি। কাঠের সুন্দর মেঝে, আরামদায়ক খাট-বিছানা, বিছানার পাশে একটি চমৎকার টেবিল ও একটি রিভলভিং চেয়ার- মোটামুটি এই হল সুহানা খানের বেডরুমের ছবি। এই ছবিই তিনি তার অনুরাগী ও দর্শকবৃন্দের জন্য ভাগ করে নিয়েছেন।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Suhana Khan (@suhanakhan2)

advertisement
সুহানার ক্ষেত্রে ভক্তদের জন্য ছবি দেওয়ার অভ্যেস নতুন নয়। এর আগেও নিজের Instagram হ্যান্ডেল থেকে ছবি দিতে দেখা গিয়েছে তাঁকে। কয়েকদিন আগেই তিনি নিজের আ্যাপার্টমেন্টের বারান্দা থেকে সূর্যাস্ত ফ্রেমবন্দি করার ছবি দিয়েছিলেন। সেই ছবিতে তাঁর নতুন কেনা আ্যাপার্টমেন্টটি দেখা গিয়েছিল। ছবির সঙ্গে ঘরের একটি ইমোটিকন দিতেও ভোলেননি তিনি।
advertisement
View this post on Instagram

A post shared by Suhana Khan (@suhanakhan2)

advertisement
খুব অল্প বয়সেই শাহরুখ-কন্যা সুহানা বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। একদিকে যেমন রয়েছে সামাজিক নেট-মাধ্যমে তাঁর ক্রিয়াকলাপ, অন্য দিকে একই সঙ্গে রয়েছে বিভিন্ন সামাজিক ইস্যুতে তাঁর মতামত। নিজের গায়ের রঙের জন্য নানা জায়গায় তাঁর উদ্দেশ্যে ভেসে এসেছে টিকা-টিপ্পনি। একাধিকবার বর্ণবৈষম্যের শিকারও হয়েছেন তিনি। সে সব নিয়ে নিজের প্রতিবাদ কখনও লুকিয়ে রাখেননি তিনি। একাধিকবার সরব হয়েছেন। কিছু দিন আগেই তিনি বলেছিলেন 'আমি দুঃখিত যদি তোমার পরিবার, সোশ্যাল মিডিয়া অথবা ভারতীয় ম্যাচমেকিং তোমার মাথায় ঢুকিয়ে থাকে যে তুমি ৫ ফুট ৭ ইঞ্চির না হলে, ফর্সা না হলে সুন্দর নও। আমি ৫ ফুট ৩, আমার গায়ের রঙ কালো, এবং তা নিয়ে আমি আনন্দিত। আমার ধারণা তোমারও নিজেকে নিয়ে আনন্দ পাওয়া উচিত।' এর সঙ্গেই বর্ণবৈষম্যের বিরুদ্ধে হ্যাশট্যাগ দিয়ে সুহানা লেখেন ' #endcolourism'।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Suhana Khan: মার্কিন মুলুকে নতুন অ্যাপার্টমেন্ট! সেলফিতে ধরা পড়ল শাহরুখ-কন্যা সুহানার বেডরুমের অন্দর সজ্জা
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement