প্রাক্তন স্ত্রী সুজানের প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা! সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন হৃতিক? অবাক নেটিজেনরা

Last Updated:

২০১৪ সালে সুজানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তবে দু’জনের মধ্যে সুসম্পর্ক রয়েছে এখনও।

প্রাক্তন স্ত্রী সুজানের প্রেমিককে জন্মদিনে 'বিশেষ বার্তা' হৃতিকের! কী লিখলেন? দেখলে চমকাবেন...
প্রাক্তন স্ত্রী সুজানের প্রেমিককে জন্মদিনে 'বিশেষ বার্তা' হৃতিকের! কী লিখলেন? দেখলে চমকাবেন...
মুম্বই: প্রাক্তন স্ত্রী সুজান খানের প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন হৃতিক রোশন। এমনও হয়? চমকে গিয়েছেন অনেকেই। অনুরাগীরা বিস্মিত। তবে হৃতিক নির্বিকার। সুজান এবং তাঁর প্রেমিক আর্সলান গনির সঙ্গে বরাবরই ভাল সম্পর্ক হৃতিকের। সেটা আগেও একাধিকবার দেখা গিয়েছে।
২০১৪ সালে সুজানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তবে দু’জনের মধ্যে সুসম্পর্ক রয়েছে এখনও। আসলে পারস্পরিক সম্মান আর বোঝাপড়া থাকলে যে কোনও সম্পর্কই বজায় রাখা সম্ভব, এ কথাই প্রমাণ করেছেন হৃতিক। তাই খুব সহজেই প্রাক্তন স্ত্রীর প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন অভিনেতা।
advertisement
advertisement
আরও পড়ুন- ১৫০ কেজি! দুপুর হলেই রোদে এসে প্রেম করত এই ‘অজগর জুটি’? তার পর যা হল…!
আর্সলানের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন সুজান। দু’জনের প্রিয় মুহূর্তের ছবি এবং ক্লিপ দিয়ে সাজানো। কোনও ছবিতে রোম্যান্টিক ডেটে গিয়েছেন দু’জন, কোনও ছবিতে আবার চুটিয়ে পার্টি করছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে মারাইয়া ক্যারির জনপ্রিয় গান “অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ।”
advertisement

View this post on Instagram

A post shared by Sussanne Khan (@suzkr)

advertisement
ক্যাপশনে সুজান লিখেছেন, “জীবনে আমি যা চাই সেটা… শুধু তুমি। শুভ জন্মদিন আমার ভালবাসা। তুমি আমাকে এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী করে তুলেছ।” এই পোস্টে কমেন্ট করেছেন আর্সলান। তিনি লিখেছেন, “ধন্যবাদ প্রিয়তমা। তবে আমি শুধু ক্রিসমাসের জন্য তোমাকে চাই না।” সঙ্গে হার্ট ইমোজি।
advertisement
তবে সবার নজর কেড়েছে হৃতিকের কমেন্ট। সুজানের পোস্টে আর্সলানের এই কমেন্টের রিপ্লাইতে প্রাক্তন স্ত্রীর প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। হৃতিক লিখেছেন, “শুভ জন্মদিন বন্ধু।” সঙ্গে টকটকে লাল হার্ট ইমোজি।
এবারই প্রথম নয়। হৃতিক, সুজান এবং আর্সলানকে আগেও বহুবার এক ফ্রেমে দেখা গিয়েছে। এই ত্রয়ীর ‘সম্পর্ক’ নিয়ে চর্চাও হয়েছে বিস্তর। আলোচনা, সমালোচনাও কম হয়নি। তবে তাতে তাঁদের যায় আসেনি কিছুই। প্রেমিকা এবং অভিনেত্রী সাবা আজাদকে নিয়েও হৃতিক প্রায়ই সুজান এবং আর্সলানের সঙ্গে সময় কাটান। সেই সব ছবিও সামনে এসেছে।
advertisement
প্রসঙ্গত, প্রায় চার বছরের প্রেমের পর ২০০০ সালে গাঁটছড়া বাঁধেন হৃতিক এবং সুজান। ১৪ বছর একসঙ্গে কাটানোর পর তাঁরা আলাদা হন। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। তাঁদের দুই ছেলে হ্রেহান এবং হৃধান।
বর্তমানে আয়ান মুখার্জির বহু প্রতীক্ষিত ‘ওয়ার ২’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন হৃতিক রোশন। এই ছবি ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের অংশ। ছবিতে হৃতিক ছাড়াও জেআর এনটিআর এবং কিয়ারা আডবানীকেও দেখা যাবে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রাক্তন স্ত্রী সুজানের প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা! সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন হৃতিক? অবাক নেটিজেনরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
  • উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !

  • কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement