‘‌জানি দুষ্কর, বলতে চাইছি তাও–বিপদের দিনে বন্ধুকে কাছে রাখো।’‌, ফেসবুকে লিখলেন শ্রীজাত

Last Updated:

মৃত্যুশোকে যখন দেশ প্রতিদিন একটু একটু করে আচ্ছন্ন হচ্ছে, তখনই কেউ কেউ চলে যাচ্ছেন যাঁদের ভালবাসতো গোটা দেশ।

#‌কলকাতা:‌ অবসাদ, মৃত্যু, এসব শব্দ যেন আরও হাঁ করে ঘিরে ধরছে ‌সাধারণ মানুষকে। তবু মানুষ বাঁচতে চায়। হাজার মৃত্যুর মধ্যেও তাই নতুন করে লড়াইয়ের পথ খুঁজে নিতে হয়। সে কথাই কবিতায় বোঝাতে চাইলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।
রবিবার রাতে একটি কবিতা ফেসবুকে পোস্ট করেন শ্রীজাত, সেই কবিতার প্রথম চারটি লাইন এরকম.‌.‌.‌
‘চলে গেলে কেন?’-- এ-প্রশ্ন করা সোজা।
advertisement
‘থাকলেই হতো’-- এ-কথা বলাও সহজ।
দূর থেকে তবু কিছুতে যায় না বোঝা,
কার বেঁচে থাকা কতখানি ভারবহ।
মৃত্যুশোকে যখন দেশ প্রতিদিন একটু একটু করে আচ্ছন্ন হচ্ছে, তখনই কেউ কেউ চলে যাচ্ছেন যাঁদের ভালবাসতো গোটা দেশ। রবিবার অকালে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রেও একই কথা খাটে। কবিতার কোথাও সেই মৃত্যুর অনুসঙ্গ না থাকলে সেই শোকের ছবি যেন ধরা পড়ে ভীষণ বড় করে।
advertisement
একঘণ্টার মধ্যে কবিতাটি পড়েছেন অসংখ্য মানুষ। পাঁচ হাজারের বেশি মানুষ লাইক করেছেন এই কবিতা‌। সরাসরি সুশান্তের নামে এই কবিতার কোনও লাইন না থাকলেও, শ্রীজাতর পোস্ট করা ‘‌সাঁকো’‌ অবসাদ ও মৃত্যুর এক গাথা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘‌জানি দুষ্কর, বলতে চাইছি তাও–বিপদের দিনে বন্ধুকে কাছে রাখো।’‌, ফেসবুকে লিখলেন শ্রীজাত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement