একগলা ঘোমটা টেনে নিজের বিয়েতেই উদ্দাম নাচলেন নেহা কক্কর, ভাইরাল ভিডিও
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
নেহা এবং রোহন নিজেরাই সঙ্গীতশিল্পী। দু’জনেই গান করেছেন চুটিয়ে । নেচেছেন ফাটিয়ে । সেই ভিডিওগুলো এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
#মুম্বই: নেহা কক্করের বিয়ে। কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের ভালবাসার মানুষ রোহনপ্রীতের কথা জানিয়েছিলেন নেহা কক্কর। শোনা গিয়েছিল ২৪ তারিখ তাঁর বিয়ে। কিন্তু তা নিয়ে কিছু না জানিয়েই একটি মিউজিক অ্যালবাম লঞ্চ করেছেন নেহা। 'নেহু দ্য বিহা' সেখানে রোহনপ্রীত গান করেছেন তাঁর সঙ্গে। এর পরেই সকলে বলতে শুরু করেন, তার মানে এ বারেও বিয়েটা করছেন না নেহা। মিউজিক অ্যালবামের জন্যই বোধহয় প্রচার পেতে এমন কাণ্ড ঘটিয়েছেন । কিন্তু না, সকলকে ভুল প্রমান করলেন নেহা। এ বার সত্যিই বিয়ে করে নিলেন তিনি ।
পূর্ব নির্ধারিত তারিখ, ২৪ অক্টোবরই সাত পাকে বাঁধা পড়েছেন নেহা-রোহন । দিল্লির এক পাঁচতারা হোটেলে বসেছিল তাঁদের বিয়ের আসর। হলদি থেকে মেহন্দি, সঙ্গীত থেকে জয়মালা, সাত ফেরে...সবকিছুর একাধিক নজরকাড়া ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়াল ভরিয়ে তুলেছে। আর নেহা এবং রোহন নিজেরাই যেখানে সঙ্গীতশিল্পী, সেখানে জমাটি সঙ্গীতের আসর বসবে না তা আবার হয় নাকি ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কখনও বিয়ের অনুষ্ঠানে, কখনও রিং সেরিমনিতে, কখনও রিসেপশনে, কখনও জলসায়....দু’জনেই গান করেছেন চুটিয়ে । নেচেছেন ফাটিয়ে । সেই ভিডিওগুলো এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2020 4:21 PM IST