আলিয়া ভাটের মা সোনি রাজদানের বাড়ির সুইমিং পুলে সাঁতরে বেড়াল দু-দুটি সাপ ! ভিডিও দেখে চমকে উঠলেন প্রত্যেকেই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সোনি রাজদান সম্প্রতি তাঁর বাড়িতে ঢুকে পড়া দুটি সাপের ভিডিও পোস্ট করেন ইন্সটাগ্রামে ৷
#মুম্বই: বাড়ির সুইমিং পুলে সাপ ! একটা নয়, দু’-দুটি ! এমন দৃশ্য দেখলে যে কেউ আঁতকে উঠবেন ৷ প্রাক্তন অভিনেত্রী এবং পরিচালক মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদান সম্প্রতি তাঁর বাড়িতে ঢুকে পড়া দুটি সাপের ভিডিও পোস্ট করেন ইন্সটাগ্রামে ৷
advertisement
advertisement
‘না ডাকা অতিথি’-রা এ ভাবেই তাঁর বাড়ির সুইমিং পুলে সাঁতার কেটে বেড়াল বলে মজা করে লিখেওছেন সোনি রাজদান ৷ বাড়ির পাশের ঝোঁপ থেকেই সাপ দুটি জল খাওয়ার জন্য সুইমিং পুলে ঢুকে পড়ে ৷ তারপর বেশ কিছুক্ষণ ধরে সেগুলি ঘুরে বেড়ানোর পর ফের ঝোঁপ-ঝাড়েই ফিরে যায় ৷ এই ভিডিও দেখে চমকে উঠেছেন সোনির বান্ধবী এবং রণবীর কাপুরের মা নীতু কাপুরও ৷ তিনি কমেন্ট করেন, ‘‘ এই ছবি ভয়ানক!’’ সোনি উত্তরে বলেন, ‘‘ এই বাড়িতে প্রথমবার আমি সাপ দেখলাম গত ৯ বছরে... ৷’’ প্রত্যেকেই এই লকডাউনের মধ্যে সোনি রাজদানকে সুরক্ষিত থাকার বার্তা দেন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2020 9:00 AM IST