অবশেষে নীরবতা ভাঙলেন, করোনা যুদ্ধে জয়ী হয়ে বড়সড় বিস্ফোরণ কনিকা কাপুরের

Last Updated:

ব্যাখ্যাও দিলেন কেন এতদিন তিনি চুপচাপ ছিলেন

#লখনউ: বলিউডের অন্যতম প্রখ্যাত গায়িকা কনিকা কাপুর বেশ কিছুদিন আগেই করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ৷ লন্ডন থেকে ফিরেই তিনি করোনার শিকার হয়েছিলেন ৷ বেশ কিছুদিন নিজের রোগ সম্পর্কে বেশ উদাসহীন দেখা গিয়েছিল তাঁকে ৷ তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল যে তিনি করোনার ট্রিপল হিস্ট্রি লুকিয়েছিলেন ৷ এখন তিনি সম্পূর্ণ করোনা মুক্ত ৷ বাবা-মায়ের সঙ্গে লখনউয়ের বাড়িতে রয়েছেন ৷ তাঁদের সঙ্গে বেশ গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছেন ৷ এরই মাঝে তাঁর সোশ্যাল মিডিয়ায় বড়সড় বিস্ফোরণ একটি পোস্ট শেয়ার করেছেন ৷
যেখানে করোনা নিয়ে নীরবতা ভেঙেছেন তিনি ৷ কনিকা পোস্টে লিখেছেন যে তিনি জানেন তাঁর বিষয়ে নানান ধরনের কাহিনি রচনা করা হয়েছে ৷ তাঁর নীরবতার সুযোগ অনেক আষাঢ়ে গল্প ফাঁদা হয়েছে ৷ তিনি এতদিন চুপচাপ ছিলেন তার মানে এই নয় যে তিনি দোষী ছিলেন তাই মুখ বন্ধ রেখেছিলেন ৷ তিনি অপেক্ষা করছিলেন মানুষের কাছে যাতে সত্য নিজে থেকে পৌঁছে যায় ৷ দুঃসময়ে বন্ধুবান্ধবেরা তাঁর পাশে ছিলেন তাই তিনি নিজেকে বেশ কৃতজ্ঞ মনে করেন ৷ কনিকা লিখেছেন তিনি বাবা মায়ের সঙ্গে এখন দারুণ মুহূর্ত কাটাচ্ছেন ৷ লন্ডন, মুম্বই বা লখনউয়ে তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছিলেন কেউ করোনায় আক্রান্ত হননি ৷ ১০ মার্চ লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি ৷
advertisement
View this post on Instagram

Stay Home Stay Safe

A post shared by Kanika Kapoor (@kanik4kapoor) on

advertisement
advertisement
সেই সময়ে বামানবন্দরে তাঁকে পরীক্ষা করা হয়েছিল ৷ তাঁকে কোনও নির্দেশিকাও দেওয়া হয়নি তখন ৷ বিদেশ থেকে ফিরে কোনও রকমের শারীরিক সমস্যা দেখা যায়নি বলেই কোয়ারেন্টাইনে তখন যাননি তিনি ৷ ১০ মার্চ লন্ডন থেকে ফিরে ১১ মার্চ লখনউয়ে আন্তর্দেশীয় বিমানে গিয়েছিলেন ৷
১৪ ও ১৫ মার্চা বন্ধুদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও নৈশভোজ করেছিলেন ৷ তবে এই কথা মিথ্যা যে তিনি পার্টি দিয়েছিলেন ৷ এর মধ্যে কোনও পার্টিই তিনি আয়োজন করেননি ৷ ইনস্টাগ্রামে সাফ কথা গায়িকার ৷ এই নিয়েই আপাতত তোলপাড় সোশ্যাল মিডিয়া ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অবশেষে নীরবতা ভাঙলেন, করোনা যুদ্ধে জয়ী হয়ে বড়সড় বিস্ফোরণ কনিকা কাপুরের
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement