#মু্ম্বই: প্রথমদিন থেকেই বক্স অফিসে কামাল দেখাতে শুরু করেছে রণবীর সিং ও সারা আলি খানের ‘সিম্বা’৷ শুরু থেকেই একের পর এক সিক্সার হাঁকাচ্ছে রণবীর-সারার 'সিম্বা'। প্রথমদিনেই বক্স অফিস কালেকশন ছিল প্রায় ২১ কোটি টাকা। আর মুক্তির চতুর্থ দিনে শাহরুখের 'জ়িরো'-কে পেরিয়ে গেল 'সিম্বা'।
সিম্বাতে রণবীর আর সারার অভিনয় প্রশংসিত হয়েছে। সমালোচক থেকে শুরু করে দর্শক, সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে "পয়সা উশুল"। অন্যদিকে, অভিনয়ের প্রশংসা হলেও 'জ়িরো' মূলত নেগেটিভ কমেন্টই পেয়েছে সমালোচকে আর দর্শকের কাছ থেকে।
তাই জ়িরোর দুই সপ্তাহের কালেকশানকে চারদিনেই পেরিয়ে গেল সিম্বা। এখনও অবধি সিম্বার বক্স অফিস কালেকশান ৯৬.৩৫ কোটি টাকা। সেখানে জ়িরোর দুই সপ্তাহের কালেকশান ৮৯ কোটির কাছাকাছি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।