ছেঁকে ধরছে মিডিয়া, কোনওরকমে NCB দফতরে পৌঁছলেন শ্রদ্ধা কাপুর, রওনা দিলেন সারা

Last Updated:

শনিবার সকাল থেকেই আরব সাগরের তীরে উত্তেজনা চরমে । তিন অভিনেত্রীর বাড়ির সামনে সকাল থেকেই আছড়ে পড়ে মিডিয়ার দল ।

ARUNIMA DEY
#মুম্বই: দীপিকার পর এ বার শ্রদ্ধা কাপুর আর সারা আলি খান । শনিবারই এনসিবি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল এই দুই বলি তারকারও । দু’জনেই সঠিক সময়ে পৌঁছলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে ।
বলিউডের মাদক চক্রে বারবার জড়িয়ে পড়ছে তাবড় তাবড় অভিনেত্রীদের নাম । রিয়া চক্রবর্তীর পর নাম জড়ায় রকুল প্রীত সিং, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং দীপিকা পাড়ুকোনের । আজই এর মধ্যে তিন নায়িকাকে ডেকে পাঠিয়েছে এনসিবি । শুক্রবার এনসিবি-র জেরার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রী রকুল প্রীত সিংকেও । সূত্রের খবর, জেরায় ড্রাগ চক্রের কথা স্বীকার করেছিলেন রকুল ।
advertisement
advertisement
advertisement
শনিবার সকাল থেকেই আরব সাগরের তীরে উত্তেজনা চরমে । তিন অভিনেত্রীর বাড়ির সামনে সকাল থেকেই আছড়ে পড়ে মিডিয়ার দল । তবে সবার চোখে ধুলো দিয়ে এনসিবি দফতরে পৌঁছে যান দীপিকা । জানা গিয়েছে গত রাতে মুম্বইয়ের একটি পাঁচ তারা হোটেলে ছিলেন তিনি । সেখান থেকেই ছোট একটি গাড়িতে নিজস্ব নিরাপত্তারক্ষীদের সঙ্গে দফতরে পৌঁছে যান পদ্মাবতী ।
advertisement
advertisement
তবে শ্রদ্ধা এবং সারা দু’জনেই নিজের বাড়ি থেকেই এনসিবি দফতরের উদ্দেশ্যে রওয়ানা দেন । মিডিয়ার ভিড় এড়িয়ে কোনও রকমে নিজেদের গাড়িতে ওঠেন তাঁরা । তিন নায়িকার পাশাপাশি আজ জেরা করা হচ্ছে দীপিকার ট্যালেন্ট ম্যানেজার করিশ্মা প্রকাশকেও । করিশ্মার সঙ্গেই দীপিকার চ্যাট প্রকাশ্যে এসেছিল । যেখানে দীপিকাকে লিখতে দেখা যায় ‘মাল হ্যায় কেয়া ।’ এছাড়াও আজ জেরার করা হচ্ছে সুশান্তের প্রাক্তন ম্যানেজার এবং দীপিকার ড্রাগ গ্রুপের সদস্য জয়া সাহাকেও । তবে সূত্রের খবর, তিনি মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়ে অস্বীকার করেছেন ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছেঁকে ধরছে মিডিয়া, কোনওরকমে NCB দফতরে পৌঁছলেন শ্রদ্ধা কাপুর, রওনা দিলেন সারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement