#মুম্বই: সামনেই মুক্তি পেতে চলেছে শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ অভিনীত ছবি 'বাগি থ্রি"। এই ছবিতে অ্যাকশন হিরোইন হিসেবেই দেখানো হবে শ্রদ্ধাকে। টাইগার ইতিমধ্যেই বলেছেন যে তিনি ছোট থেকেই শ্রদ্ধাকে পছন্দ করেন। যদিও এ কথা হেসে উড়িয়ে দিয়েছেন শক্তি কাপুর কন্যা।
বাস্তব জীবনে খুব ছটফটে শ্রদ্ধা। মজা করে জীবন কাটাতে খুব পছন্দ করেন তিনি। শ্রদ্ধা সাহসীও। সব ধরণের অভিনয়েই সাবলীল নায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সমুদ্র সৈকতে শ্যুটিং করতে গিয়েছেন শ্রদ্ধা। হট প্যান্ট পরে সমুদ্র সৈকতে ডিগবাজি খেলেন অভিনেত্রী। যা মুহূর্তে ভাইরাল হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Beach, Bollywood, Shraddha Kapoor