৪৫ বছরে মা হয়েছেন, শিল্পার ছোট্ট মেয়ে প্রথমবার ভাইফোঁটা দিল দাদা ভিয়ান’কে

Last Updated:

সারোগেসির মাধ্যমে ফের মা-বাবা হয়েছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি কুন্দ্রা। সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন সামিশা শেট্টি কুন্দ্রা।

#মুম্বই: কুন্দ্রা, শেট্টি পরিবারে খুশির হাওয়া এসেছে। ৪৫ বছর বয়সে ফের মা হয়েছেন এক সময় বি-টাউন কাঁপানো অভিনেত্রী শিল্পা শেট্টি। শিল্পা-রাজ কুন্দ্রার কোল আলো করে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। শিল্পা আর রাজের প্রথম সন্তান ভিয়ান। দম্পতির জীবনে এখন এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। শিল্পা আর রাজ তাঁদের সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন সামিশা শেট্টি কুন্দ্রা।
সারোগেসির মাধ্যমে ফের মা-বাবা হয়েছেন রাজ-শিল্পা। ২১ ফেব্রুয়ারি রাজ-শিল্পা এই সুখবর সোশ্যাল মিডিয়ায় জানান। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় সামিশার। মেয়ের বয়স প্রায় ৯ মাস পূর্ণ হয়েছে । তবে সামনে থেকে খুদের ছবি এখনও শেয়ার করেননি শিল্পা ।
advertisement
advertisement
এরইমধ্যে ছিল ভাইফোঁটা । ছোট্ট ভিয়ান এই প্রথমবার তার জীবনে এমন একজনকে পেয়েছে যে তাকে ভাইফোঁটা, রাখির মতো ভাইবোনের মিষ্টি অনুষ্ঠানগুলো ভরিয়ে রাখবে । সামিশা তাই এ বছর প্রথমবার তার দাদাকে ভাইফোঁটা দিল, আরতিও করল । তবে একা একা এসব করতে পারেনি খুদে । তাই মা শিল্পা সবসময় মেয়ের সঙ্গে থেকে তাকে সাহায্য করেছেন ।
advertisement
advertisement
advertisement
দিওয়ালির দিনেও শিল্পা আর তার গোটা পরিবারকে দেখা গিয়েছিল আনন্দে মেতে উঠতে । কুন্দ্রা পরিবারে জমজমাট সেলিব্রেশন হয়েছে দীপাবলীর । মেয়েকে সঙ্গে নিয়ে লক্ষ্মীদেবীর আরাধনা যেমন করেছেন নায়িকা, তেমনই ছেলের সঙ্গে জুটি বেঁধে রঙ্গোলিও দিয়েছেন ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৪৫ বছরে মা হয়েছেন, শিল্পার ছোট্ট মেয়ে প্রথমবার ভাইফোঁটা দিল দাদা ভিয়ান’কে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement