১৪ জানুয়ারি সুশান্তের মৃত্যুর ৭ মাস, ন্য়ায়বিচার নিয়ে কী বললেন শেখর
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
আগামী ১৪ জানুয়ারি সুশান্তের মৃত্যুর ৭ মাস পূর্ণ হবে। কিন্তু এখনও এই তদন্তের কোন সমাধানসূত্র মেলেনি। এভাবেই স্মৃতিচারণ করলেন অভিনেতা শেখর সুমন।
#মুম্বই: ২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর দেহ। আগামী ১৪ জানুয়ারি সুশান্তের মৃত্যুর ৭ মাস পূর্ণ হবে। কিন্তু এখনও এই তদন্তের কোন সমাধানসূত্র মেলেনি। এভাবেই স্মৃতিচারণ করলেন অভিনেতা শেখর সুমন। জানালেন প্রত্যেক মাসের ১৪ তারিখ সুশান্তের কথা মনে পড়ে। মনে হয় আরো একটা মাস চলে গেল। কিন্তু কোনও ন্যায় বিচার পাওয়া গেল না।
শেখর সুমন সোশ্যাল মিডিয়া পোষ্ট লিখেছেন, "প্রতিমাসের ১৪ তারিখ মনে করিয়ে দেয় যে আরও একটা মাস কেটে গেল। আর সুশান্তের ঘটনায় আমরা এখনো ন্যায়-বিচারের অপেক্ষা করছি। ১৪ জুন থেকে ১৪ জানুয়ারি। #justice forSushantSinghRajput"
সুশান্তের মৃত্যুর পর থেকেই বিষয়টি নিয়ে বেশ সরব ছিলেন শেখর সুমন। প্রয়াত অভিনেতার মৃত্যুর তদন্ত যাতে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয় তার জন্য একাধিকবার মুখ খুলে ছিলেন তিনি। অবশেষে সিবিআই এই ঘটনার তদন্ত করছে। নতুন বছরের শুরুতেও শেখর বলেছিলেন তিনি আশা করছেন এবার সুশান্তের তদন্ত দ্রুত হবে।
advertisement
advertisement
এরই মধ্যে সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং বম্বে হাইকোর্ট হাজির হয়েছিলেন। সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী এফআইআর রেজিস্টার করেছিলেন। সেই এফআইআর এর বিরুদ্ধে আরো একটি মামলা করেন সুশান্তের দিদি। এই মর্মে বম্বে হাইকোর্টের এসেছিলেন তিনি। তবে মৃত্যু তদন্তের এখনও কোনও সমাধান পাওয়া যায়নি।
Location :
First Published :
January 11, 2021 2:51 PM IST