#DDLJ: 'জরা সা ঝুম লু ম্যায়' গানে তুফানি নাচ জুটির, কাঁপল ইন্দোনেশিয়া, প্রশংসা শাহরুখের মুখে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন বলিউডের বাদশা
#মুম্বই: বলিউডের ব্লকবাস্টার ছবি দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের মুক্তি ২৫ বছর পূর্ণ হয়েছে ৷ ট্যুইটারে DDLJ বেশ কয়েকদিন ধরেই ট্রেন্ড করছে ৷ এরই মাঝে ইন্দোনেশিয়ার ইউটিউবার বিনা ফ্যান-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ভাইরাল হয়েছে ৷ এই ছবির অন্যতম সুপারহিট গান জরা সা ঝুম লু ম্যায় গানে তুমুল নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ শুধুই গানই নয় ভাইরালের পিছনে অন্যতম কারণও আছে ৷
How sweet is this thank you https://t.co/TXgwElb8YE
— Shah Rukh Khan (@iamsrk) October 27, 2020
advertisement
এই গানটি হুবহু কপি করে রিক্রিয়েট পুর্ননির্মাণ করেছেন তিনি ৷ যা শুধুই মানুষের সাধারণ মানুষেরই পছন্দ নয় ৷ শাহরুখ খানের এই ভিডিও অত্যন্ত ভাললেগেছে ৷ ভিডিওটি শাহরুখের ট্যুইটারে শেয়ার করেছেন ৷ শেয়ার করে শাহরুখ খান লিখেছেন কত সুন্দর গান, ধন্যবাদ ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিও ৷ প্রায় ২ বছর পরে বড় পর্দায় ফিরছেন কিং খান ৷ তাঁর সাম্প্রতিক লুক নিয়ে বেশ চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
শেষ ছবি জিরো ফ্লপ হয়েছে ৷ ২ বছর বাদে বলিউডের বাদশা এক নয়, তিন তিনটি ছবি সই করেছেন ৷ যা নিয়ে ব্যাপক পরিমাণে চর্চা শুরু হয়েছে ৷ আগামী দিনই বলবে ছবির ক্ষেত্রে ঠিক কতখানি ভাল না মন্দ হতে চলেছে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2020 11:42 PM IST