Shanaya Kapoor: বলিউডে পা রাখার আগেই 'স্টার' শানায়া, কেন জানেন?

Last Updated:

তারই সঙ্গে রোজ নিয়ম করে সোশ্যাল মিডিয়ার সাহায্যে বাড়াচ্ছেন তাঁর ফ্যান-ফলোয়ারের সংখ্যা। সম্প্রতি ইনস্টাগ্রামে 'ফিল্টার ভার্সেস রিয়ালিটি'-র একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। আর সেটিই নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

#মুম্বই: বলিউডে এখনও পা রাখেননি। তবে সঞ্জয় কাপুর ও মহীপ কাপুরের একমাত্র মেয়ে শানায়া কাপুর (Shanaya Kapoor) এখন থেকেই 'তারকা'। সৌজন্যে অবশ্যই ইনস্টাগ্রাম। ২১ বছরের মেয়ে এখন রীতিমতো 'ট্রেনিং' নিচ্ছেন নায়িকা হওয়ার। তবে তারই সঙ্গে রোজ নিয়ম করে সোশ্যাল মিডিয়ার সাহায্যে বাড়াচ্ছেন তাঁর ফ্যান-ফলোয়ারের সংখ্যা। সম্প্রতি ইনস্টাগ্রামে 'ফিল্টার ভার্সেস রিয়ালিটি'-র একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। আর সেটিই নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গিয়েছে, ফিল্টার ও রিয়ালিটি দেখাতে নিজের মুখ নিয়েই পরীক্ষানিরীক্ষা করেছেন শানায়া। কখনও ফিল্টারে দেখিয়েছেন নিজের রূপ, পাশেই রেখেছেন তাঁর আসল চেহারা। ভিডিও শেয়ার করে বিবরণে লিখেছেন, 'নিজের আসল সত্ত্বাকেই বিশ্বের সামনে তুলে ধরুন'। যদিও তাতে সমালোচনা করতে ছাড়েননি কেউ কেউ। অনেকেরই মতে, রিয়ালিটির ভিডিওতেও মেক-আপ করেই বসেছেন তিনি। তবে প্রশংসাও করেছেন অনেকে। শানায়ার মা মহীপ কাপুর লাল হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন মেয়ের পোস্টে।
advertisement
কয়েকদিন আগেই বলিউড পরিচালক করণ জোহর জানিয়েছেন, তিনি শানায়াকে তাঁর পরের ছবিতে লঞ্চ করতে চলেছেন। ইনস্টাগ্রামে করণ এক ভিডিও এবং ছবি শেয়ার করে লিখলেন, 'আরেক সুন্দরী আমাদের দলে ঢুকে পড়ল৷ ওর পরিশ্রম, ওর স্টাইল আমাকে মুগ্ধ করার মতো৷ জুলাইতেই আসছে শানায়া কাপুর!' ইন্টারনেটে এই খবর আসতেই হইচই পড়ে গিয়েছে৷ নেটিজেনরা ফের করণকে চেপে ধরেছেন নেপোটিজমের অভিযোগে৷ সোজা তুলে নিয়ে এসেছেন সুশান্ত সিং রাজপুতের ঘটনাও।
advertisement
advertisement
advertisement
advertisement
করণ জোহরের হাতে বলিউডে পর পর এসেছেন বহু স্টারকিড৷ লঞ্চ হয়েছেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট৷ প্রথম ছবি থেকেই নজর কাড়েন এই তিনজন৷ এরপর টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে, তারা সুতারিয়াকেও বলিউডে নিয়ে আসেন তিনি৷ চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যাকেও লঞ্চ করেছেন করণ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shanaya Kapoor: বলিউডে পা রাখার আগেই 'স্টার' শানায়া, কেন জানেন?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement